‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১ জুলাই ২০২৩

৬:৩৩:৪১ PM
1376368

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন ত্যাগ করতে বাধ্য হলেন ম্যাক্রন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বেলজিয়াম সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য ব্রাসেলসে অবস্থান করছিলেন।


ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার পর ম্যাক্রনের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু তিনি তা বাদ দিয়ে দেশের মারাত্মক দাঙ্গা পরিস্থিতির কারণে প্যারিসে ফিরতে বাধ্য হন। দেশে ফিরে তিনি একটি ক্রাইসিস মিটিংয়ে সভাপতিত্ব করেন।

গত মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের পশ্চিমাঞ্চলে পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোর নিহত হওয়ার ঘটনায় ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। দাঙ্গায় জড়িত থাকার দায়ে এ পর্যন্ত অন্তত ৮৭৫ জনকে আটক করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 

ফরাসি পুলিশের তথ্য অনুযায়ী, ১৭ বছর বয়সী এক কিশোর সিগন্যাল অমান্য করলে পুলিশ তার ওপর গুলি চালায়; এতে তারা মৃত্যু হয়।

এদিকে, দেশে ফিরে ম্যাক্রন চলমান দাঙ্গা পরিস্থিতির জন্য ভিডিও গেমস ও সামাজিক মাধ্যমগুলোকে দায়ী করেছেন। তিনি বলেন, ভার্চুয়াল জগতের তথ্য ও অভিজ্ঞতা নিয়ে দেশের কিশোর-তরুণরা এই দাঙ্গা পরিস্থিতিকে বিষিয়ে তুলেছে। প্রেসিডেন্ট ম্যাক্রন সুস্পষ্ট করে বলেন, এ পর্যন্ত দাঙ্গায় জড়িত যাদেরকে আটক করা হয়েছে তাদের এক-তৃতীয়াংশ তরুণ অথবা কিশোর। এসব তরুণ কিশোরের ওপর ইন্টারনেটের নেতিবাচক প্রভাব পড়েছে বলে তিনি মন্তব্য করেন।#

342/