‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২ জুলাই ২০২৩

৪:১২:৫৮ PM
1376591

সুইডেনে কুরআন অবমাননার নিন্দা জানাতে বাধ্য হলো ইইউ

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে মুসলিম বিশ্ব সোচ্চার হয়ে ওঠার পর ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ওই ঘটনার তীব্র নিন্দা জানাতে বাধ্য হয়েছে। এটি এক বিবৃতিতে কুরআন অবমাননাকে ‘একটি প্রকাশ্য উস্কানি’ বলে মন্তব্য করেছে।

বিবৃতিতে ইইউ দাবি করেছে, যে ‘আক্রমণাত্মক ও অবমাননাকর’ কাজ করা হয়েছে তাতে এই ব্লকের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়নি। ইইউ আরো দাবি করেছে, ‘বর্ণবাদ, বিদেশি-বিরোধিতা এবং এ সংক্রান্ত অসহিষ্ণুতার’ কোনো স্থান ইউরোপে নেই।

ইইউর বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ধর্মীয় স্বাধীনতা এবং বাক স্বাধীনতায় বিশ্বাস করে। বিষয়টি ইইউভুক্ত দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিকভাবেও ইউরোপীয় ইউনিয়ন মেনে চলে বলে বিবৃতিতে দাবি করা হয়। ইইউর বিবৃতিতে বাগদাদে সুইডিশ দুতাবাসে বিক্ষুব্ধ ইরাকি জনতার হামলারও নিন্দা জানানো হয়েছে।

গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়।তাদেকে এই ন্যক্কারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত। কুরআন অবমাননা করার জন্য ওই ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার দিনটিকে বেছে নেয়।

ইরান তাৎক্ষণিকভাবে ইসলাম অবমাননাকর এ তৎপরতার তীব্র নিন্দা জানায়। এরপর আরো বহু মুসলিম দেশ সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে এবং ওআইসি জরুরি বৈঠক তলব করেছে।#

342/