‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৩ জুলাই ২০২৩

৭:০৬:১০ PM
1376862

ন্যাটো জোটে সুইডেনের সদস্য পদ এখন স্বপ্ন মাত্র

তুরস্কের জাতীয় সংসদের স্পিকার নুমান কুরতুলমুস বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে সুইডেনের সদস্য পদ পাওয়ার বিষয়টি এখন অপূরণীয় স্বপ্ন হয়ে থাকবে। দেশটি অব্যাহতভাবে উস্কানিমূলক তৎপরতা এবং সন্ত্রাসীদেরকে তুরস্কের কাছে হস্তান্তরের ব্যাপারে উদাসীন থাকার কারণে তাদের ন্যাটোতে সদস্য পদ পাওয়াটা অসম্ভব হয়ে পড়বে।


তুর্কি পার্লামেন্ট স্পিকার বলেন, সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআনে আগুন লাগানোর অনুমতি দেয়ার ঘটনা একটি অসাধারণ উস্কানি। এটি যেমন ইসলাম বিরোধিতা, তেমনি মানবতা-বিরোধী কর্মকাণ্ড। পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। আজ (সোমবার) তুরস্কের মিল্লিয়েত পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তুর্কি স্পিকার বলেন, সুইডেন দাবি করে থাকে তারা একটি গণতান্ত্রিক দেশ যেখানে সমস্ত বিশ্বাস এবং মতাদর্শকে সম্মান দেখানো হয়। কিন্তু পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা মধ্যদিয়ে তারা প্রমাণ করেছে, তাদের এই দাবি মিথ্যা। নুমান কুরতুলমুস আরো বলেন, ন্যাটো জোটে যোগ দেয়ার ব্যাপারে ফিনল্যান্ডের অনুরোধ বিবেচনা করেছে তুরস্ক কিন্তু সুইডেনের ক্ষেত্রে তা হবে না।#