‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৩ জুলাই ২০২৩

৭:০৬:৩৬ PM
1376863

ইউক্রেন ন্যাটো জোটে যোগ দিতে চাওয়ায় হুমকির মুখে রাশিয়া

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রতিবেশী ইউক্রেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দিতে চাওয়ার কারণে রাশিয়ার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, রাশিয়া নিরাপত্তা বিষয় যে দাবি করে আসছে তার প্রতি ন্যাটোকে সম্মান দেখাতে হবে।


গতকাল (রোববার) এক অনুষ্ঠানে উপস্থাপন করা মূল প্রবন্ধে রাশিয়ার এ সিনিয়র কর্মকর্তা বলেন, ইউক্রেন নেটো জোটে যোগ দিতে চাওয়ায় যে হুমকি দেখা দিয়েছে রাশিয়া তা যেভাবেই হোক মোকাবেলা করবে। ন্যাটো জোটের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেন, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটে অন্তর্ভুক্তিতে বাধা দিতে গিয়ে মস্কো ভুল হিসাব নিকাশ করেছে। এ বিষয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন, অনেক আগে থেকেই তারা ন্যাটো সামরিক জোটে যোগ দেয়ার ব্যাপারে চেষ্টা চালিয়ে আসছিল।

তিনি বলেন, মস্কো সবসময় বলে আসছিল, রাশিয়ার ভূখণ্ডের কাছে প্রতিবেশী কোনো দেশে ন্যাটো জোটকে আমন্ত্রণ জানানো উচিত হবে না বিশেষ করে যে সমস্ত দেশের সঙ্গে ভৌগোলিক দ্বন্দ্ব রয়েছে কিন্তু রাশিয়ার এই কথাকে গুরুত্ব দেয়া হয়নি।#