‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৪ জুলাই ২০২৩

৬:৫৬:১০ PM
1377114

আমেরিকায় বন্দুক হামলা বাড়ছেই, আরও ৫ জন নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রে গুলির ঘ্টনায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ফিলাডেলফিয়ায় গুলিতে পাঁচজনের প্রাণ গেছে। এ ঘটনায় দুই শিশু আহত হয়েছে।

ফিলাডেলফিয়া শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিংসেসিং এলাকায় এ ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বয়স ৪০ বছর। এছাড়া আরও একজনকে আটক করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল ঐ ব্যক্তি। তবে এই দুই জনের মধ্যে কোনো ধরণের সম্পর্ক আছে কিনা তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, আহত দুই শিশুর একটির বয়স ২ বছর, অপরটির ১৩ বছর। হতাহত ব্যক্তিদের সবাই পুরুষ।

সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার পর তার কাছ থেকে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি বুলেট–প্রতিরোধী পোশাক (ব্যালিস্টিক ভেস্ট) পরে ছিলেন। তাঁর নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।

এই বন্দুক হামলার ঘটনার এক দিন আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে গুলিতে প্রাণ গেছে দুজনের। ওই হামলায় আহত হন ২৮ জন। আহত ব্যক্তিদের অর্ধেকই শিশু। ওই ঘটনার সন্দেহভাজন হামলাকারীদের খুঁজছে পুলিশ।

আমেরিকায় গুলির ঘটনা দিন দিন বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বাইরে বের হলেই আতঙ্কে থাকে। কেউ জানে না কখন কোন দিক থেকে গুলি এসে কার গায়ে লাগবে।#   

342/