‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৫ জুলাই ২০২৩

৫:২৪:১৮ PM
1377364

ফ্রান্সে আলজেরীয় বংশোদ্ভূত তরুণকে হত্যার ঘটনায় আলজেরিয়ার প্রতিক্রিয়া

ফ্রান্সে তুচ্ছ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের গুলিতে আলজেরীয় বংশোদ্ভূত এক তরুণের প্রাণহানি এবং বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর নৃশংস আচরণের বিষয়ে পশ্চিমা পার্লামেন্টগুলো নীরব রয়েছে।

গণতন্ত্র ও মানবাধিকারের দাবিদার এসব পার্লামেন্টের নীরবতায় বিস্ময় প্রকাশ করেছে আলজেরিয়ার পার্লামেন্ট।

দেশটির সংসদের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমা পার্লামেন্টগুলো দ্বিমুখী নীতি অনুসরণ করছে। তাদের আচরণ বর্ণবিদ্বেষের শামিল। এসব সংসদের পক্ষ থেকে কোনো কথাই বলা হচ্ছে না। এর বিরোধিতা করছে আলজেরিয়ার পার্লামেন্ট। 

আলজেরিয়ার পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ লারবি ওল্দ খালিফা বলেছেন, ফ্রান্সের ঘটনায় ইউরোপ ও আমেরিকার পার্লামেন্টের নীরবতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও অন্যের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে তাদের নীতি ও শ্লোগানকে প্রশ্নবিদ্ধ করেছে। 

পুলিশের গুলিতে ১৭ বছরের কিশোর নাহেল মারজুক মৃত্যুর জেরে গত কয়েক দিন ধরেই বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স। প্যারিসের নানতেরে শহরেই বেড়ে ওঠে নাহেল মারজুক। একমাত্র সন্তান নাহেলকে বড় করেছেন তার মা মোনিয়া। নাহেল ও তার মা আলজেরীয় বংশোদ্ভূত।#

342/