‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

৯ জুলাই ২০২৩

৫:৪০:৫৮ PM
1378208

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার নিন্দায় ইরানি দূতাবাসের বিবৃতি প্রকাশ

সুইডেনে অবস্থিত ইরানি দূতাবাস সম্প্রতি প্রকাশিত তাদের একটি বিবৃতিতে, দেশটিতে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): একটি বিবৃতিতে, সুইডেনে অবস্থিত ইরানি দূতাবাস ইসলামের পবিত্র নিদর্শনসমূহের সাথে যেকোনো ধরণের ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করেছে এবং সুইডিশ সরকারের নিকট বাক-স্বাধীনতার নামে এর অপব্যবহার বন্ধের মাধ্যমে দেশটিতে ইসলামবিরোধী আচরণের পুনরাবৃত্তি রোধ করার আহবান জানিয়েছে।

মূল বিবৃতি

 

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

কুরআন মানুষের পরিত্রাণ ও সৌভাগ্যের গ্রন্থ

দুর্ভাগ্যজনকভাবে পবিত্র ঈদুল আযহার সমসময়ে, আমরা আবারও সুইডেনে প্রায় দুইশত কোটি মুসলমানের পবিত্র ধর্মগ্রন্থ এবং কোটি কোটি মানুষের নিকট সম্মানিত পবিত্র গ্রন্থ আল-কুরআনের বিরুদ্ধে ঘৃণ্য আচরণ ও অবমাননাকর কর্মকাণ্ডের সাক্ষী হতে হল। এই আচরণ সমস্ত মুসলিম উম্মাহ এবং বিশ্বের স্বাধীনচেতা মানুষের হৃদয়গুলিকে ক্ষতবিক্ষত করেছে এবং সুইডেনের মতো দেশে এরূপ কর্মকাণ্ড সকলের মনে নানা প্রশ্ন তৈরি করেছে। কোন অজুহাতেই মুসলমানদের পবিত্র গ্রন্থের অবমাননা গ্রহণযোগ্য নয় এবং কোন প্রকার যুক্তি ছাড়াই এই বিরাট সংখ্যক মানুষের অনুভূতিতে আঘাত করা উচিত নয়। একটি ক্ষুদ্র গোষ্ঠীকে ঘৃণা ছড়ানোর সুযোগ করে দেয়ার অর্থই হল সংলাপের সুযোগ ও মনুষ্যত্ব নষ্ট করে ফেলা।

পবিত্র কুরআন সমগ্র মানব সমাজকে আহবান করে, যেন তারা একটি দেহ হিসাবে ঐশী পথের পথিক হয় এবং একে অপরের হাতে হাত রেখে পরিত্রাণ লাভ করে। সত্যিই! এরা কার, যারা সমগ্র মানবজাতির চিরচারিত এই স্বপ্নের বার্তার বিরোধিতা করে এবং এর অবমাননা করে বেড়ায়?

স্টকহোমে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস পবিত্র কুরআন অবমাননা এবং ইসলামের পবিত্র নিদর্শনগুলির সাথে যেকোনো ধরনের ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা জানায়।

সুইডিশ সরকারের নিকট প্রত্যাশা তারা যেন বাক-স্বাধীনতার নামে এর অপব্যবহার বন্ধের মাধ্যমে দেশটিতে ইসলামবিরোধী আচরণের পুনরাবৃত্তি রোধ করে।#