‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

৯ জুলাই ২০২৩

৫:৪৯:১৭ PM
1378210

আয়াতুল্লাহ সিস্তানির চিঠিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব জানান, আয়াতুল্লাহ সিস্তানির চিঠি তার হাতে পৌঁছেছে এবং এই পদক্ষেপের জন্য তিনি এই সম্মানিত মারজাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরাকের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফাওয়াদ হোসেনের সাথে ফোনালাপে সুইডেনে বসবাসকারী এক ইরাকি নাগরিক কর্তৃক পবিত্র কুরআনের কপি পোড়ানোর ঘটনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

এই ফোনালাপে, ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে, এ জাতীয় কর্মকাণ্ড ইসলামী বিশ্ব এবং ইউরোপীয় সমাজের মধ্যে একাধিক সমস্যা সৃষ্টি করে এবং এর বিস্তার ঘটায়, যা ঘুরেফিরে ইসলামোফোবিয়া, চরমপন্থি ও সন্ত্রাসবাদীদের খোরাক হয় এবং সমগ্র বিশ্বে ঘৃণা ও সহিংসতার বীজ বপন করে।

ফাওয়াদ হোসেন ইসলামের পবিত্র নিদর্শনসমূহের অবমাননা ও পবিত্র কুরআন পোড়ানোর মতো চিন্তাধারার বিরুদ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অপরদিকে, জাতিসংঘের মহাসচিব প্রতিনিয়ত এই ঘটনা এবং ইরাক ও ইসলামী বিশ্বের প্রতিক্রিয়ার খবরাখবর জানার বিষয়টি উল্লেখ করে বলেন, আমরা এই আক্রমণাত্মক পদক্ষেপের তীব্র নিন্দা জানাই।

গুতেরেস, ইসলামোফোবিয়া মোকাবেলায় সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বলেন, আমি আয়াতুল্লাহ আল-উযমা সিস্তানির চিঠি পেয়েছি, আমি তার এই প্রচেষ্টার জন্য অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি শীঘ্রই তার চিঠির প্রতিত্তুরে একটি চিঠি লিখব।

পরিশেষে, ইরাকের পররাষ্ট্রমন্ত্রী আয়াতুল্লাহ সিস্তানির চিঠির প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে বলেন: প্রত্যেকেরই নিরাপত্তা, শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থান অর্জন এবং চরমপন্থি ধারণার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রচেষ্টা ও একে অপরের সহযোগিতা করা উচিত।

বিগত দিনে আয়াতুল্লাহ সিস্তানি সুইডেনে কুরআন অবমাননার বিষয়ে জাতিসংঘের মহাসচিব গুতেরেসের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন।#১৭৬