‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১০ জুলাই ২০২৩

৩:৩৭:২৫ PM
1378455

ইউক্রেনসহ মিত্রদের পরমাণু স্থাপনায় হামলা চালাবে রাশিয়া: মেদভেদেভ

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি পরমাণু স্থাপনায় ইউক্রেনের কথিত হামলার বিষয়টি প্রমাণিত হলে ইউক্রেনসহ এবং পূর্ব ইউরোপীয় দেশগুলোর পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাবে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

রাশিয়ার স্মোলেনস্ক অঞ্চলের একটি পরমাণু স্থাপনায় ইউক্রেনের সেনাবাহিনী হামলা চালানোর চেষ্টা করেছে বলে খবর প্রচারিত হওয়ার পর মেদভেদেভ এ হুঁশিয়ারি দিলেন।

তিনি টেলিগ্রামে দেয়া এক পোস্টে বলেন, ন্যাটোর সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে স্মোলেনস্ক পরমাণু স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করার খবর সত্য হয়ে থাকলে ইউক্রেনের সবগুলো পরমাণু স্থাপনার পাশাপাশি পূর্ব ইউরোপের অন্যান্য দেশের পরমাণু স্থাপনাগুলোতেও হামলা চালানো হবে।

এর আগে ম্যাশ নামক টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত রিপোর্টে দাবি করা হয়, ব্রিটেনে তৈরি দু’টি স্টোর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে স্মোলেনস্ক পরমাণু স্থাপনায় হামলা চালানোর চেষ্টা কর হয়।তবে দু’টি ক্ষেপণাস্ত্রই আকাশে বিধ্বস্ত করে দেয় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।#

342/