‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

১০ জুলাই ২০২৩

৬:১০:০৬ PM
1378534

তেহরানে "আমেরিকান মানবাধিকার" বিষয়ক ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার দৃষ্টিকোণ থেকে "আমেরিকান মানবাধিকার" বিষয়ক ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন ৩রা জুলাই তেহরানে অনুষ্ঠিত হয়েছে।

 আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা জানিয়েছে: মানবাধিকার যুব সংস্থার মহাসচিব আমিন আনসারী ঘোষণা করেছেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার দৃষ্টিকোণ থেকে "আমেরিকান মানবাধিকার" বিষয়ক ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন তেহরানে অনুষ্ঠিত হয়েছে। মুসলিম ও খ্রিস্টান চিন্তাবিদসহ এতে আরো উপস্থিত ছিলেন ৫৫টি দেশের তরুণ গবেষক, ইরানের সিরাজ অঞ্চলে শাহচেরাগ (আ.) এর পবিত্র মাজারে সন্ত্রাসী ঘটনায় শহীদদের পরিবারের সদস্য, পুলিশ বাহিনীর শহীদদের পরিবারের সদস্য এবং শহীদ জেনারেল কাসেম সোলেইমানি, শহীদ আহমাদি রওশন, শহীদ গিরাত হামিদরেজা আল-দাঘি ও শহীদ আরমান আলী ভার্দির পরিবারের সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।

 

আমিন আনসারী বলেন, সম্মেলনের দেশের অ্যাটর্নি জেনারেল হোজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলিমিন মোহাম্মদ জাফর মুনতাজেরি, ক্বোম শহরে মহামান্য রাহবারের দপ্তরের প্রধান আয়াতুল্লাহ মাহমুদ মোহাম্মদী ইরাকি, রাষ্ট্রপতির সংসদীয় ডেপুটি ডঃ সৈয়দ মোহাম্মদ হোসেইনী, রাষ্ট্রপতির মহিলা ও পরিবার বিষয়ক ডেপুটি ডঃ আনিসাহ খাজালি, শহীদ জেনারেল কাসেম সোলেইমানীর কন্যা যেইনাব সোলেইমানি, আন্তর্জাতিক সাংস্কৃতিক বিশেষজ্ঞ সৈয়দা সিদ্দিকা হেজাজি এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রধান ডক্টর সাইয়েদ মোহাম্মদ মোকিমি এই সম্মেলনে বক্তব্য রাখেন।

তিনি বলেন, আমেরিকান মানবাধিকার সপ্তাহ উপলক্ষে, এই সম্মেলন মানবাধিকার যুব সংস্থা কর্তৃক এবং ইরানের মানবাধিকার সদর দফতরের অংশগ্রহণে ৩রা জুলাই, স্থানীয় সময় ১৬:০০ থেকে ২০.০০ পর্যন্ত শহীদ বেহেশতী সাংস্কৃতিক কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।#176S