‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১১ জুলাই ২০২৩

৬:২৯:৩০ PM
1378788

সুইডেনের পর এবার জার্মানিতে পবিত্র কুরআনে আগুন দিল এক দুর্বৃত্ত

সুইডেনের পর এবার জার্মানিতে পবিত্র কুরআনে আগুন দেওয়া হয়েছে। ইরানের আইআরআইবি বার্তা সংস্থা জানিয়েছে, জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাউল বোর্ন শহরের মিমার সিনান মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।

একজন গাড়ি চালক পবিত্র কুরআনের একটি কপিতে আগুন তা চলন্ত গাড়ির ভেতর থেকে মসজিদের সামনে ছুড়ে মেরেছে।

মসজিদ এসোসিয়েশনের পরিচালক ওসমান আদিবেলি এ সম্পর্কে বলেছেন, ৮ জুলাই শনিবার কুরআন অবমাননার এই ঘটনা ঘটেছে। ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা মসজিদের সামনে পবিত্র কুরআনের ঐ কপি দেখতে পান। এরপর সিসি ক্যামেরা ফুটেজ দেখে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। একটি চলন্ত গাড়ি থেকে কুরআনে আগুন দিয়ে তা ছুড়ে ফেলা হয়েছে। তবে ভিডিও ফুটেজ দেখে গাড়ির নম্বর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, এরিমধ্যে এই ঘটনার বিষয়ে অভিযোগ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

বিশ্বের মুসলমানদের পবিত্রতম গ্রন্থ হচ্ছে এই কুরআন। এই ঐশী গ্রন্থকে অবমাননার অর্থ হচ্ছে বিশ্বের সব মুসলমান তথা মানবতাকে অপমান করা।

এর আগে পবিত্র ঈদুল আজহার দিনে সুইডেনের স্টকহোমের রাষ্ট্রীয় মদদে সেন্ট্রাল মসজিদের সামনে কুরআন পোড়ানোর ঘটনা ঘটে।#

342/