‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১১ জুলাই ২০২৩

৬:২৯:৫২ PM
1378789

ন্যাটো জোটে সুইডেনের সদস্য পদের প্রতি তুরস্কের সমর্থন, উপহার পাবে আঙ্কারা

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে সুইডেনের সদস্য পদ লাভের প্রতি সমর্থন দেয়ায় তুরস্ককে সামরিকভাবে শক্তিশালী হওয়ার ব্যবস্থা করবে আমেরিকা।

একে আংকারার জন্য পুরস্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে।আমেরিকা তুরস্কেকে প্রস্তাব দিয়েছে যে, আঙ্কারা সুইডেনের ন্যাটো জোটের সদস্য পদের জন্য যে সমর্থন দিয়েছে তাতে ওয়াশিংটন তুরস্কের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করে দেবে।

গতকাল (সোমবার) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলেরের সঙ্গে টেলিফোন আলাপের সময় এই প্রস্তাব দেন।এর আগে তুরস্ক ন্যাটো জোটে সুইডেনের সদস্য পদ লাভের ব্যাপারে চূড়ান্তভাবে অনুমোদন দেয়।

গতকালের টেলিফোন আলাপ সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক সুইডেন এবং ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। এর পাশাপাশি মার্কিন প্রতিরক্ষা দপ্তর তুরস্কের সামরিক বাহিনীর আধুনিকায়নে সমর্থন দেবে।#

342/