‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১১ জুলাই ২০২৩

৬:৩০:২২ PM
1378790

পোল্যান্ডের প্রায় অর্ধেক জনগণ ইউক্রেনের ন্যাটো জোটের সদস্য পদের বিরোধী

পোল্যান্ডের প্রায় অর্ধেক মানুষ ন্যাটো জোটে ইউক্রেনের সদস্য পদ লাভের বিরোধী। এক জনমত জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে।

আইবিআরআইএস এবং আরজেকপোসপোলিটা পত্রিকার পক্ষ থেকে পরিচালিত জরিপে দেখা যায়- পোল্যান্ডের ৪৭.৭ ভাগ জনগণ ন্যাটো জোটে ইউক্রেনের সদস্য পদের পক্ষে নয়।

অন্যদিকে দেশটির ৪০ ভাগ জনগণ ইউক্রেনের সদস্য পদের প্রতি সমর্থন জানিয়েছে। বাকি লোকজন এ ব্যাপারে কোনো মতামত দেয়নি।

এদিকে, গতকাল (সোমবার) পোল্যান্ডের প্রেসিডেন্ট দুদা বলেন, ন্যাটো জোটে ইউক্রেনের সদস্য পদে ছাড়া দেশটির নিরাপত্তা কল্পনাও করা যায় না। একইভাবে তিনি ইউরোপীয় ইউনিয়নেও ইউক্রেনের সদস্যপদ দেয়ার পক্ষে ওকালতি করেছেন।

এর আগে গত সপ্তাহে পোল্যান্ডের প্রেসিডেন্ট আশাবাদ জানিয়েছিলেন যে, শিগগিরই ইউক্রেনের সদস্যপদ পাওয়ার প্রথম পদক্ষেপ সম্পন্ন হবে।ইউক্রেনের সরকারি কর্মকর্তারা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য পদ লাভের জন্য অনেক আগে থেকেই পীড়াপিড়ি করছেন।#

342/