‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১১ জুলাই ২০২৩

৬:৩০:৪৫ PM
1378791

পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্য বাড়ছে: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, পারস্য উপ-সাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলোর সঙ্গে গত ছয় মাসে তার দেশের বাণিজ্য শতকরা ৬ ভাগ বেড়েছে। পিজিসিসি’র সদস্য হচ্ছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কঠিন ভূ-রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও রাশিয়া এবং পিজিসিসি দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক গতি ধরে রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, গত বছরের শেষ নাগাদ দুই পক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ শতকরা ৬ ভাগ বেড়েছে।

এতে দুই পক্ষের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে লেনদেনের পরিমাণ ১১০০ কোটি ডলার ছাড়িয়েছে। তবে তিনি জানান, পিজিসিসিভুক্ত সব দেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্য বাড়ছে না যদিও সামগ্রিকভাবে বাণিজ্যিক প্রবণতা ইতিবাচক রয়েছে।সের্গেই ল্যাভরভ প্রশংসা করে বলেন, গত ১২ বছর ধরে রাশিয়া বাণিজ্যের পরিমাণ বেড়েই চলেছে।

তিনি জানান, রাশিয়া এবং পিজিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে ২০১১ সালে বাণিজ্যের পরিমাণ ছিল ৩৭০ কোটি ডলার, এখন তা ১১০০ কোটি ডলারের পৌঁছেছে।#

342/