‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১১ জুলাই ২০২৩

৬:৩২:৪৫ PM
1378796

দাপুটে তৃণমূল নেতার এলাকায় বড় সাফল্য পেল ‘আইএসএফ’

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ের সাবেক তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের এলাকায় বড়সড় সাফল্য পেয়েছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ‘আইএসএফ’।আজ (মঙ্গলবার) রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে।

এরইমধ্যে প্রাথমিক ফলে প্রকাশ, রাজ্যের বিভিন্ন ব্লকে গ্রাম পঞ্চায়েতের আসনে ক্ষমতাসীন  তৃণমূল এগিয়ে রয়েছে। মোট ৬৩ হাজার ২২৯টি আসনের মধ্যে তৃণমূল ২৬ হাজার ১৩২ আসনে এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।

তারা এগিয়ে রয়েছে ৪ হাজার ১৮৫টি আসনে। এ ছাড়া জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে এগিয়ে রয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল।তৃণমূলের প্রভাবশালী নেতা ও সাবেক বিধায়ক আরাবুল ইসলামের এলাকা পোলেরহাট-২ পঞ্চায়েতে মোট ২৪টি আসন। সবক’টি আসনেই ফল ঘোষণা হয়ে যায় দুপুর আড়াইটে নাগাদ। দেখা যায় ২৩টিতেই জিতে গেছে শাসকবিরোধী জোট।

এলাকার জমি রক্ষা কমিটি এবং ‘আইএসএফ’ জোট বেঁধে লড়েছিল  শাসকদলের বিরুদ্ধে। তৃণমূল সেখানে কেবল একটিই আসনে জয়ী হয়েছে। এ প্রসঙ্গে আরাবুল বলেন, ‘আমার বুথে জিতেছি। কিন্তু পোলেরহাট ২-এর অন্য বুথগুলোয় হেরেছি। কোথাও ৫ কোথাও ৭ কোথাও ১০ ভোটে হেরেছে আমাদের প্রার্থীরা। আমাদের ৭ জন প্রার্থী শুধুমাত্র ৫/১৫ ভোটে হেরেছে। এই অবস্থা। কী আর করার আছে। হতেই পারে।’

 অন্যদিকে, নির্বাচনী ফল প্রসঙ্গে ভাঙড়ের ‘আইএসএফ’ বিধায়ক ও ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকি তৃণমূলকে নিশানা করে বলেন, ‘আইএসএফের রেজাল্ট দেখুন, যথেষ্ট ভালো রেজাল্ট। যারা বিরোধী আছে তাদের রেজাল্ট দেখুন। এই রেজাল্ট ভালো হওয়ার আগে থেকেই তারা আশঙ্কা করেছিল, সেজন্য সুকৌশলে বিরোধী মুক্ত করার চেষ্টায় মেতে উঠেছে। বাংলার শান্তিপ্রিয় গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আমি আহ্বান করব শান্তি বজায় রাখুন। গণতন্ত্র রক্ষার স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা প্রতিরোধ গড়ে তুলেছেন তাদের প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন   জানাচ্ছি। একটা কথা বলতে চাই, দিনের শেষে আমরা সকলেই প্রতিবেশী। এ কথা মাথায় রেখে আপনারা চলবেন। কারণ, এই ভোটের জন্য ইতোপূর্বে প্রায় ৪০  জনের মত মারা গেছেন। আমারা আমাদের কোনও ভাই বা পরিবারের কেউ  ক্ষতিগ্রস্ত হোক তা আমরা চাই না, তা তিনি যে পার্টিরই হোক না কেন। দিনের  শেষে সে মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যাতে না হয় আমি সেই আহ্বান জানাচ্ছি’  বলেও মন্তব্য করেন ‘আইএসএফ’ বিধায়ক ও ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকি।   #

342/