‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৫ জুলাই ২০২৩

৬:০২:৪১ PM
1379600

‘রাশিয়ার বিরুদ্ধে আশা অনুযায়ী পাল্টা অভিযান চলছে না’

ইউক্রেন স্বীকার করেছে, পশ্চিমা দেশগুলোর বিপুল সমর্থন থাকা সত্বেও তারা রাশিয়ার বিরুদ্ধে আশা অনুযায়ী পাল্টা অভিযান এগিয়ে নিতে পারছে না।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট সরাসরি ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে আসছে। গতকাল (শুক্রবার) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক সাংবাদিকদের বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনারা খুব দ্রুত এগোতে পারছে না।

গত ৪ জুন থেকে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে। ইয়ারমাক বলেন, "আমরা যদি দেখি কোনো কিছু ঠিক মতো চলছে না তাহলে আমরা তাকে এটাই বলব, কেউ এতে রং লাগাবে না।” রাশিয়া দাবি করছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক এবং দোনেস্ক এলাকার রুশ বংশোদ্ভূত লোকজনকে রক্ষা এবং ইউক্রেনে বেড়ে চলা নাৎসিবাদকে মোকাবেলার জন্য সামরিক অভিযান শুরু করেছে। কিন্তু অভিযানের শুরুতেই আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিকভাবে সহযোগিতা করে আসছে এবং এজন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে।#

342/