‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৮ জুলাই ২০২৩

৩:২৫:৫১ PM
1380290

কূটনীতিই ইউক্রেন সমস্যার একমাত্র সমাধান: চীন

জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি বলেছেন: ইউক্রেন সংকট নিরসনের একমাত্র পন্থা হলো কূটনীতি। কিয়েভের জন্য চার অনুচ্ছেদের একটি কাঠামো উপস্থাপন করে চীনা কূটনীতিক গ্যাং শুয়াং ওই মন্তব্য করেন।

পাঁচ মাস আগে চীন ইউক্রেন যুদ্ধ সমাপ্তির জন্য ১২ অনুচ্ছেদের একটি পরিকল্পনা পেশ করেছিল। ওই প্রস্তাব নিয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা শুরু করার আহ্বানও জানিয়েছিল। সেইসঙ্গে সকল দেশের সার্বভৌমত্ব ও হুকুমাত সুরক্ষিত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছিল।

রুশ নিউজ চ্যানেল রাশিয়া-টুডে আজ আরও জানায় মস্কো-কিয়েভের মধ্যে শান্তি ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে ওই রূপরেখা উত্থাপন করেন চীনা কূটনীতিক। তিনি বলেন রাজনৈতিক পন্থাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংকটের একমাত্র উপায়।

ওই রূপরেখার মধ্যে রয়েছে মস্কো-কিয়েভ আলোচনা, ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য স্পিলওভারের প্রভাব সীমিত করা, মানবিক সমস্যাগুলোকে মোকাবেলা করা, সেইসঙ্গে পারমাণবিক নিরাপত্তা বিশেষ করে জাপোরিজ্জিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা রাখতে গিয়ে চীনা এই কূটনীতিক আরও বলেন: পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার আগেই আন্তর্জাতিক মহলের উচিত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নেয়া।#

342/