‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২০ জুলাই ২০২৩

৪:০১:২৯ PM
1380821

ওয়াশিংটনের আহ্বানে সাড়া দিলো না পিয়ংইয়ং

পিয়ংইয়ং এখন পর্যন্ত আটক মার্কিন সেনা সম্পর্কে পরামর্শ করতে ওয়াশিংটনের আহ্বানে সাড়া দেয় নি। ট্র্যাভিস কিং নামের ২৩ বছর বয়সী আমেরিকার এক সেনা-যে তার সাজা ভোগ করতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলো-তাকে স্বদেশে তার ইউনিটে ফিরিয়ে দেওয়ার জন্য মার্কিন সেনাবাহিনী বিমানবন্দরে নিয়ে গিয়েছিল।

ওই মার্কিন সেনা নিজ দেশেও শাস্তির মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু কিং গত মঙ্গলবার বেসামরিক সফরে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী উত্তর কোরিয়ার সীমান্ত গ্রাম পানমুনজোমে যাওয়ার সময় পিয়ংইয়ংয়ের নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। মার্কিন কর্মকর্তারা এখন বলছে ওই সেনা আসলে উত্তর কোরিয়ায় পালিয়ে গেছে।

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেনে: পেন্টাগন উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু পিয়ংইয়ং এখন পর্যন্ত কোনো জবাব দেয় নি। মিলার আরও বলেন হোয়াইট হাউজ, পেন্টাগন এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ট্র্যাভিস কিংয়ের অবস্থান ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে একযোগে কাজ করছে। পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ওই সৈনিকের দ্রুত মুক্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

ট্র্যাভিস কিং গত পাঁচ বছরে উত্তর কোরিয়ার হাতে আটক প্রথম কোনো মার্কিন নাগরিক।#


342/