‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২০ জুলাই ২০২৩

৪:০১:৫৩ PM
1380822

চীনের সাথে সংঘাতে প্রস্তুত নয় পশ্চিমারা

ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলোতে গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামের স্বল্পতা দেখা দিয়েছে। এ কারণে তারা চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত নয়।

ব্রিটিশ পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমস গতকাল (বুধবার) এ রিপোর্ট প্রকাশ করেছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, ন্যাটো সামরিক জোটের অস্ত্র কারখানাগুলো এই স্বল্পতা পূরণে এ মুহূর্তে সক্ষম নয়।

সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা সিএসআইএস বলছে,  আমেরিকার হাতে ৪৫০টি দীর্ঘ পাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। তাইওয়ান ইস্যুতে চীনের সাথে যুদ্ধ শুরু হলে এই ক্ষেপণাস্ত্র দিয়ে মাত্র এক সপ্তাহ যুদ্ধ করা যাবে।

সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি নামে অন্য একটি গবেষণা সংস্থা জানাচ্ছে, আমেরিকার হাতে ক্ষেপণাস্ত্রের মজুদ এতই কম যে, প্রাথমিক আগ্রাসন মোকাবেলা করাও কঠিন।

গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, চীনের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হতে আমেরিকাকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র, সমুদ্রভিত্তিক যুদ্ধাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে, আমেরিকা ২০২৪ অর্থবছরে মাত্র ১১০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র কেনার অর্ডার দিয়েছে।#

342/