‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৬ জুলাই ২০২৩

৪:৩০:৪৮ PM
1382632

চীনা পররাষ্ট্রমন্ত্রী পদে আবার পরিবর্তন, ফিরেছেন ওয়াং ই

চীন সরকার দেশের পররাষ্ট্রমন্ত্রী পদে আবার পরিবর্তন করেছে এবং কিন গ্যাংয়ের জায়গায় নতুন করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে ফিরিয়ে আনা হয়েছে। কিন গ্যাং মাত্র সাত মাস পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে, প্রায় এক দশক ধরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন ওয়াং ই।

গতকাল (মঙ্গলবার) চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী পদে রদবদলের পাশাপাশি এই কমিটি চীনের কেন্দ্রীয় ব্যাংকের জন্য একজন নতুন গভর্নর নিয়োগ করে।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কেন পরিবর্তন আনা হলো সে ব্যাপারে চীনা কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটি কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন ব্যাখ্যা দেয়া হয়নি। কিন গ্যাং মাত্র ৭ মাস পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে তাকেই চীনের সবচেয়ে স্বল্প সময়ের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত এক মাস ধরে তাকে জনসমক্ষে দেখা যাচ্ছে না এবং আসিয়ানে নিযুক্ত শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের বৈঠকেও তিনি অংশ নেননি। অবশ্য, সে সময় ওই বৈঠকে কিন গ্যাংয়ের অনুপস্থিতির বিষয়টিকে স্বাস্থ্যগত কারণ বলে উল্লেখ করা হয়েছিল।#

342/