‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৬ জুলাই ২০২৩

৪:৩১:১৬ PM
1382633

'ক্ষয়িষ্ণু পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিন'

চীনের প্রেসিডেন্ট তার দেশের সামরিক নেতাদের বলেছেন, ক্ষয়িষ্ণু পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে হবে।

২০২০ সালের একটি ডকুমেন্টের উদ্ধৃতি দিয়ে জাপানের কিওদো নিউজ সোমবার এই খবর প্রচার করেছে। ২০২০ সালের ডিসেম্বর মাসের চীনা কমিউনিস্ট পার্টি সেন্টার মিলিটারি কমিশনের বৈঠকে প্রেসিডেন্ট জিনপিং বলেছিলেন, তার দেশের উত্থান ঘটছে এবং পশ্চিমা শক্তি ক্রমেই দুর্বল হচ্ছে। এ অবস্থায় দুই পক্ষের মধ্যে যুদ্ধের আশঙ্কা রয়েছে এবং এজন্য চীনা সামরিক বাহিনীকে প্রস্তুতি নিতে হবে।

জাপানের এ সংবাদ মাধ্যম দাবি করছে, চীনের প্রেসিডেন্ট ওই বৈঠকে ঘোষণা করেছিলেন যে, প্রাচ্যের উত্থান ঘটছে এবং পশ্চিমা শক্তির পতন হচ্ছে। ক্ষমতার ভারসাম্যের এই পরিবর্তনের মধ্যে প্রেসিডেন্ট শি জিনপিং আশঙ্কা করেছিলেন, স্থানীয়ভাবে একটি যুদ্ধ শুরু হতে পারে এবং তা ক্রমেই ছড়িয়ে পড়তে পারে যদিও তিনি ওই বৈঠকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে উড়িয়ে দেন।

স্থানীয় সংঘাত কোথা থেকে শুরু হবে সে ব্যাপারে পরিষ্কার কোন তথ্য না উল্লেখ করলেও কিয়োদো নিউজ বলছে, প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে ইঙ্গিত করেছিলেন। ২০২০ সালের ওই বৈঠকের এসমস্ত তথ্য পরবর্তীতে সংকলিত রূপে চীনা সামরিক কমান্ডার এবং কমিউনিস্ট পার্টির নেতাদের কাছে পৌঁছানো হয়।#

342/