‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৯ জুলাই ২০২৩

৬:৫১:৪২ PM
1383200

যেভাবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র আঘাত হানল রাশিয়ার শহরে

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের রোস্তভ অঞ্চলের তাগানরোগ শহরে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গতকাল (শুক্রবার) দিনের শুরুতে শহরের কেন্দ্রস্থলে একটি বিমান বিধ্বংসী এস-২০০ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে এক ডজনেরও বেশি বেসামরিক লোক আহত হয়েছে এবং বস্তুগত কিছু ক্ষয়ক্ষতি হয়।

একটি গাড়ি ক্যামেরা থেকে তোলা সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়- ক্ষেপণাস্ত্রটি শহরের কেন্দ্রের কাছে কোণাকুনিভাবে এসে  মাটিতে আঘাত করছে এবং বিস্ফোরণের পর সেখানে আগুনের কুন্ডলির সৃষ্টি হয়। বিস্ফোরণে একটি বড় গর্ত তৈরি হয়েছে এবং একাধিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

রাশিয়ার সামরিক বাহিনী এই হামলার নিন্দা করে বলেছে, কিয়েভ শাসকরা নতুন করে "সন্ত্রাসী হামলা" চালিয়েছে এবং একচেটিয়াভাবে বেসামরিক লোকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনী আরো বলেছে, তারা ক্ষেপণাস্ত্রটি "বাধা" দিয়েছে, তারপরও এটি শহরের ওপর আঘাত হানে।

এই হামলার কিছুক্ষণ পর ইউক্রেনের আরেকটি ক্ষেপণাস্ত্র রোস্তভ অঞ্চলের আযভ শহরের উপকণ্ঠে গুলি করে ভূপাতিত করা হয়। ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হয়ে একটি জনবসতিহীন এলাকায় পড়ে এবং একটি অনাবাসিক ভবনের সামান্য ক্ষতি হয়।#

342/