‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৩০ জুলাই ২০২৩

১:৪২:১৪ PM
1383511

চীনা মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য শুরু করেছে বলিভিয়া, ব্রাজিল ও আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক বাণিজ্য শুরু করে দিয়েছে। দেশটির অর্থমন্ত্রী মারসিলো মনতেনেগ্রো বলেছেন, গত মে থেকে চলতি জুলাই পর্যন্ত বলিভিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের ১০ শতাংশ চীনা মুদ্রা ইউয়ানে হয়েছে। এর পরিমাণ ২৭৮ মিলিয়ন ইউয়ান বা ৩৮ দশমিক ৭ মিলিয়ন ডলার।

বাণিজ্যিক লেনদেন সহজতর করতে বলিভিয়ায় একটি চীনা ব্যাংক প্রতিষ্ঠার কাজ চলছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, চীনা ব্যাংক প্রতিষ্ঠা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে ব্যাংক প্রতিষ্ঠিত হলে লেনদেন সহজতর হবে।

আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। এরই অংশ হিসেবে দেশটি চীনা মুদ্রার দিকে ঝুঁকছে।

বলিভিয়ার অর্থমন্ত্রী বলেন, 'আন্তর্জাতিক বাণিজ্যে চীনের মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়ছে। এমন পরিস্থিতিতে আমরা তা অনুসরণ করতে চাই।'

বলিভিয়ার ব্যাংক কর্মকর্তারা বলছেন, বলিভিয়ার রাষ্ট্রীয় ব্যাংক বাঙ্কো ইউনিয়নের মাধ্যমে আমদানি-রপ্তানিকারকরা গত ফেব্রুয়ারি থেকে ইউয়ানে বাণিজ্য করছেন। গত মার্চ থেকে রাশিয়ার মুদ্রা রুবলে বাণিজ্য চলছে। দক্ষিণ আমেরিকার বলিভিয়া ছাড়াও অপর দুই শক্তিশালী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনাও বৈদেশিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার শুরু করেছে বলে জানা গেছে।#

342/