‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৩১ জুলাই ২০২৩

৫:৩৯:২১ PM
1383992

বেলারুশ থেকে পরমাণু অস্ত্র প্রত্যাহারের যে শর্ত দিল রাশিয়া

বেলারুশ সীমান্তে মোতায়েন পরমাণু অস্ত্র প্রত্যাহারের বিষয়ে শর্ত আরোপ করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ইউরোপ থেকে যদি আমেরিকা তার সমস্ত পরমাণু অস্ত্র প্রত্যাহার করে তাহলে রাশিয়াও বেলারুশ থেকে তার পরমাণু অস্ত্র সরিয়ে আনবে।

রিয়া নভস্তি বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যালেক্সি পোলিশচুক বলেন, "আমেরিকা এবং ন্যাটো জোট যদি ইউরোপ থেকে পরমাণু অস্ত্র প্রত্যাহার করে এবং রাশিয়ার প্রতি তাদের শত্রুতাপূর্ণ মনোভাবের অবসান ঘটায় তাহলে আমরা বেলারুশ থেকে পরমাণু অস্ত্র প্রত্যাহারের কথা বিবেচনা করতে পারি।" পোলিশচুক হচ্ছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেলারুশ, মলদোভা এবং ইউক্রেন সংক্রান্ত অনুবিভাগের দায়িত্বশীল কর্মকর্তা।
তিনি বলেন, রাশিয়া এবং বেলারুশ দুই দেশেরই নিরাপত্তা রক্ষার জরুরি প্রয়োজনে মস্কো বেলারুশ সীমান্তে এই পরমাণু অস্ত্র মোতায়েন করেছিল। তিনি আরো বলেন, বহু বছর ধরে আমেরিকা এবং ন্যাটো সামরিক জোট রাশিয়ার নিকটবর্তী অঞ্চলে পরমাণু অস্ত্র মোতায়েন করে এ অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার প্রেক্ষাপটে মস্কো পরমাণু অস্ত্র মোতায়েনের উদ্যোগ নেয়।#

342/