‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৩১ জুলাই ২০২৩

৫:৩৯:৫৩ PM
1383993

থাইল্যান্ডে আতশবাজির গুদাম বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১২

থাইল্যান্ডের একটি আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২০ জন।

মালয়েশিয়া সীমান্তবর্তী নারাথিওয়াথ প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১২১ জন আহত হয়েছে এবং ২৯২টি ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতরা সবাই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে, তবে একজনের অবস্থা গুরুতর।

শনিবার নারাথিওয়াথ প্রদেশের সানগাই কোলক জেলার মুনগো গ্রামে এই বিস্ফোরণ ঘটে।
গভর্নর সানান পঙ আকসার্ন বলেন, যে গুদামে বিস্ফোরণ ঘটেছে সেটি এক সময় মুদির দোকান হিসেবে ব্যবহৃত হতো এবং তাতে অন্তত ৫ টন বিস্ফোরক গুদামজাত করা হয়েছিল। এই গুদাম একটি জনবহুল বাজারে অবস্থিত।
পুলিশ জানিয়েছে, একজন শ্রমিক স্টিল পাতের উপর ওয়েল্ডিংয়ের কাজ করার সময় গুদাম বিস্ফোরণ ঘটে। দায়িত্বে অবহেলার কারণে গুদামের মালিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে প্রাদেশিক পুলিশের প্রধান জানিয়েছেন।#

342/