‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৫ আগস্ট ২০২৩

৬:৪০:৪৩ PM
1384971

শস্য চুক্তি নিয়ে আমেরিকার দাবির জবাব দিলো রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শস্য চুক্তি সম্পর্কে আমেরিকার দাবির জবাব দিয়েছেন।

তাস নিউজ এজেন্সি জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন: রাশিয়া শস্য চুক্তির দ্বিতীয় অংশ বাস্তবায়ন করতে চায়। তিনি বলেন: চুক্তিপত্রে যা কিছুই লেখা আছে সবই জাতিসংঘের মহাসচিবের অনুমোদন পেয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের 'নিষেধাজ্ঞা নীতি' সমন্বয়কারী জেমস ও'ব্রায়েনের শস্য চুক্তি বিষয়ক দাবির প্রতিক্রিয়ায় মিস জাখারোভা ওই জবাব দিলেন।

জেমস ও'ব্রায়েন শস্য চুক্তি সম্পর্কে বলেছেন: রাশিয়া কী চায় সেটা সুনির্দিষ্ট করে বলতে হবে।

রুশ প্রেসিডেন্সির মুখপাত্র দিমিত্রি পেসকভ গত ২০ জুলাই বলেছিলেন, পশ্চিমা সরকারগুলো কৃষি পণ্য এবং সার রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত রাশিয়া শস্য করিডোর চুক্তির বাস্তবায়ন স্থগিত রাখবে।

তুরস্কের উদ্যোগ এবং জাতিসংঘের সহযোগিতায় শস্য করিডোর চুক্তিটি এক বছর আগে (২২ জুলাই, ২০২২) ইস্তাম্বুলে স্বাক্ষরিত হয়েছিল।

বিশ্বব্যাপী খাদ্য মূল্যের ওপর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব কমাতে এবং বিশেষ করে বেশ কয়েকটি আমদানিকারক দেশের প্রয়োজনীয় শস্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ওই চুক্তি করা হয়।#

342/