‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৫ আগস্ট ২০২৩

৬:৪২:১৮ PM
1384974

সরকারের পক্ষ ছেড়ে গণতন্ত্রের দাবির প্রতি সমর্থন দিন: আইনশৃঙ্খলা বাহিনীকে ফখরুল

প্রশাসনকে নিয়ন্ত্রণ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আবারও নির্বাচনী বৈতরণী পার হতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে পেশাজীবী সমাবেশে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, জোর করে ক্ষমতা দখল করে আছে অবৈধ সরকার। আবারও তারা অবৈধ নির্বাচনের পাঁয়তারা শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন,আগের মতো সেই প্রশাসনকে নিয়ন্ত্রণ করে আবারও নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে আওয়ামী লীগ। তবে  এবার আর সেটা হবে না বলে জনগণকে আশ্বস্ত থাকতে বলেছেন মির্জা ফখরুল।

এমন প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সরকারের পক্ষ ছেড়ে গণতন্ত্রের দাবির আন্দোলনের সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের অন্যায় আদেশ নিষেধ ছেড়ে গণমানুষের দারির পক্ষে দাঁড়ানো উচিত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে ভয়ঙ্কর বিষফোঁড়া। এই বিষফোঁড়া যতদিন রাজনীতিতে থাকবে ততদিন দেশে শান্তি ফিরে আসবে না।

আজ সকালে বনানীতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে  তিনি এ কথা বলেন। এ সময়,  নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে, বিএনপির ছোড়া নো বলে গুগলি কিংবা আউট কিছুই হবে না। #

342/