‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৬ আগস্ট ২০২৩

৭:২৮:৪৯ PM
1385218

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৮, আহত ৪৫

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৮ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪৫ জন। আজ (রোববার) প্রদেশের নওয়াবশাহ শহরের সাহারা রেল স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়।

হাজারা এক্সপ্রেস নামের ওই ট্রেনটি করাচি থেকে অ্যাবোটাবাদ শহরে যাচ্ছিল। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী খাজা সাদ রফিক। সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী কয়েকটি দল গেছে। আরও উদ্ধারকারীদের সেখানে পাঠানো হচ্ছে।

ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়েছে। বগিগুলো উদ্ধারে একটি উদ্ধাকারী ট্রেন পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত নানা ছবিতে দেখা গেছে, ট্রেনের অন্তত একটি বগি পুরোপুরি উল্টে গেছে। দুমড়েমুচড়ে যাওয়া বগিগুলোর জানালা ভেঙে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন ঘটনাস্থলে থাকা লোকজন।

পাকিস্তানের বড় ধরনের রেল দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। ২০২১ সালের জুন মাসে সিন্ধু প্রদেশেরই দাহারকি শহরের কাছে একটি ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৫ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ১৫০ জন। ওই দুর্ঘটনায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে। মিনিটখানেক বাদে ওই লাইন দিয়ে আরেকটি ট্রেন এসে লাইচ্যুত হওয়া ট্রেনটিকে ধাক্কা দেয়।#

342/