‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

৭ আগস্ট ২০২৩

৪:০৮:০৪ AM
1385337

পবিত্র কাবা অবমাননার বিষয়ে মোক্তাদা সদরের হুঁশিয়ারি!

ইরাকের সদর আন্দোলনের নেতা এক বিবৃতিতে ইউরোপীয় দেশগুলিতে পবিত্র কুরআন অবমাননা পর পবিত্র কাবা, জান্নাতুল বাকী এবং ইরাকের নিষ্পাপ ইমামদের (আ.) পবিত্র মাজারকে অপবিত্র করার হীন ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের সদর আন্দোলনের নেতা মোক্তাদা সদর তার মেসেঞ্জার এক্স-এর ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, এই ধরনের অপরাধ (কুরআন পোড়ানো) বাস্তবতার চেয়ে আরও ভয়ানক ষড়যন্ত্রের ইঙ্গিত হতে পারে এবং এটি মুসলমানদের অন্যান্য পবিত্র স্থান যেমন কাবা, মদীনা মুনাওয়ারা, জান্নাতুল বাকী বা ইরাকে অবস্থিত নিষ্পাপ ইমামদের (আঃ) সমাধি পর্যন্ত ছড়াতে পারে।

তিনি আরো বলেন, কিন্তু এবার এ ঘটনা কোনো বিপথগামী সম্প্রদায় দ্বারা সংঘটিত হচ্ছে না, বরং এমন একটি সম্প্রদায়ের দ্বারা সংঘটিত হচ্ছে যা হয়তো কেউ ভাবতেও পারবে না। অতএব, সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে সরকার ও শাসকদের স্পষ্ট অবহেলা, উদাসীনতা, নামমাত্র প্রতিক্রিয়া, নিন্দা জ্ঞাপন ও তলবের মধ্যে সীমাবদ্ধ থাকা, এই ধরনের অপবাদ দমনে কোনো ভূমিকা রাখবে না।

ইরাকের সদর আন্দোলনের নেতা বলেন, অন্যান্য ইসলামী দেশের দূতাবাস বাদ দিয়ে ইরাকি দূতাবাসের সামনে বারবার কুরআনের প্রতি অবমাননা এ বিষয়ের প্রমাণ যে, মুসলিম বিশ্বের দৃষ্টি এখন ইরাকের দিকে।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে সুইডেন এবং ডেনমার্কে পবিত্র কুরআনের প্রতি অবমাননার ফলে মুসলিম দেশগুলির সাথে এই দুই দেশের সম্পর্কের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সুইডেনের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে, ঘটনা এখনও শেষ হয়ে যায় নি।

কয়েকদিন আগে পবিত্র কোরআন অবমাননা করার পর সেলভান মোমিকা ও সেলভান নাজেম সুইডিশ পার্লামেন্টের সামনে কোরআনে আগুন দেয়। জুনের শেষের দিকে, তারা স্টকহোমের একটি মসজিদের সামনে কুরআনের প্রতি অবমাননা করে।

সাম্প্রতিক বছরগুলিতে, কিছু ইউরোপীয় দেশে -বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে- মুসলিম নিদর্শন সমূহের পবিত্রতা লঙ্ঘন এবং অবমাননার ঘটনা ঘটেছে। সুইডিশ পুলিশের মদতে চরমপন্থীরা পবিত্র কুরআনে আগুন দেওয়ার পাশাপাশি এবং মুসলিম বিক্ষোভ দমনেও সক্রিয় ছিল।#176S