‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৭ আগস্ট ২০২৩

৪:৩১:২৬ PM
1387589

লিবিয়ায় প্রতিদ্বন্দ্বী সেনা দলগুলোর মধ্যে সংঘর্ষ: ৫৫ ব্যক্তি নিহত

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দেশটির প্রতিদ্বন্দ্বী সেনা দলগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত হয়েছে। ত্রিপোলির কয়েকটি এলাকায় মঙ্গলবার দিনব্যাপী এ সংঘর্ষ হয় যা লিবিয়ায় চলতি বছরের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ।

এদিকে যে সামরিক কমান্ডারকে ঘিরে প্রতিদ্বন্দ্বী সেনা দলগুলোর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে তাকে মুক্তি দেয়া হয়েছে। ৪৪৪ ব্রিগেডের কমান্ডার মাহমুদ হামজাকে গ্রেফতারের সূত্র ধরে ত্রিপোলিতে এ সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল।

লিবিয়ার একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার বিকেলে স্পেশাল ডিটারেন্স ফোর্স মাহমুদ হামজাকে মুক্তি দেয়।৪৪৪ ব্রিগেড ও স্পেশাল ডিটারেন্স ফোর্স উভয়ই গত বছরের সংঘর্ষের সময় জাতীয় ঐক্যমত্যের সরকার বা জিএনএ’র প্রতি সমর্থন জানিয়েছিল।

২০১১ সালে লিবিয়ায় গণবিপ্লব ও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত ও নিহত হন সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফি। এরপর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। লিবিয়া এখন আঞ্চলিক শক্তিগুলোর প্রক্সি যুদ্ধের ক্ষেত্রে পরিণত হয়েছে।

২০১৫ সাল থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি-ভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিএনএ সরকার এবং পূর্বাঞ্চলীয় বেনগাজি-ভিত্তিক সেনা কমান্ডার জেনারেল হাফতারের বাহিনীর মধ্যে সংঘাত ও উত্তেজনা চলে এসেছে।

কাতার, তুরস্ক, কিছু ইউরোপীয় দেশ ও জাতিসংঘ জিএনএ সরকারের প্রতি সমর্থন জানাচ্ছে। অন্যদিকে খলিফা হাফতারের প্রতি সমর্থন রয়েছে মিশর, রাশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আরো কিছু দেশের। কয়েক বছর ধরে সংঘর্ষ চলা সত্ত্বেও জেনারেল হাফতার ত্রিপোলির দখল নিতে পারেননি। গত বছরের আগস্টে জিএনএ সরকার লিবিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করে যা প্রায় এক বছর ধরে বলবৎ রয়েছে।#

342/