‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১ সেপ্টেম্বর ২০২৩

৮:১১:১৩ PM
1390494

এক চীন নীতি মারাত্মকভাবে লঙ্ঘন করছে আমেরিকা

মার্কিন সরকার তাইওয়ানকে যে সামরিক সহায়তা প্যাকেজ সরবরাহের ঘোষণা দিয়েছে তার কঠোর নিন্দা করে চীন বলেছে, আমেরিকা মারাত্মকভাবে ‘এক চীন নীতি’ লঙ্ঘন করছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল (বৃহস্পতিবার) প্রেস ব্রিফিংয়ের সময় এ কথা বলেন। তিনি বলেন ওয়াশিংটন এক চীন নীতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ অথচ তারা মারাত্মকভাবে এই নীতির লঙ্ঘন করছে।

মার্কিন সরকার সম্প্রতি ফরেন মিলিটারি ফাইনান্সিং প্রোগ্রামের আওতায় তাইওয়ানকে ৮০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করার অনুমোদন দিয়েছে। এই কর্মসূচির আওতায় এবারই প্রথম আমেরিকা তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে যাচ্ছে। বুধবার বাইডেন প্রশাসন এই অনুমোদন দেয়। মার্কিন সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করে গতকালের প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ওয়াং ওয়েনবিন। 
অনেক আগে থেকেই চীন আমেরিকাকে তাইওয়ানের সঙ্গে যেকোন সামরিক লেনদেন না করার জন্য হুঁশিয়ার করে আসছে। 
ওয়াং ওয়েনবিন এক চীন নীতি মেনে চলার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। তিনি পরিষ্কার করে বলেন, মার্কিন সরকার কথিত যে ফরেন মিলিটারি ফাইন্যান্সিং প্রোগ্রাম পরিচালনা করে তা সার্বভৌম দেশের জন্য প্রযোজ্য, তাইওয়ানের জন্য নয়। তাইওয়ান হচ্ছে চীনের অংশ এবং এই দ্বীপকে অস্ত্র সরবরাহের মাধ্যমে আমেরিকা চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এতে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা মারাত্মক বিপদের মুখে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।#