‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৫ সেপ্টেম্বর ২০২৩

১১:২১:২২ AM
1391375

খুব দ্রুত নাইজার থেকে ফরাসি সেনা প্রত্যাহারের আলোচনা চলছে

নাইজারের সেনাশাসিত সরকারের প্রধানমন্ত্রী আলী মোহাম্মদ লামিনে জেইন বলেছেন, তার দেশ থেকে ফ্রান্সের সেনা দ্রুত প্রত্যাহারের ব্যাপারে যোগাযোগ চলছে।

নাইজারের জনগণের মধ্যে যখন ফরাসি সামরিক উপস্থিতির বিরুদ্ধে মনোভাব তুঙ্গে তখন তিনি একথা জানালেন। গত ২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

কিন্তু আমেরিকা ও ফ্রান্সসহ পশ্চিমা অনেক দেশ বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল করার জন্য নাইজারের ওপর চাপ সৃষ্টি করেছে। নাইজারে ফ্রান্সের অন্তত দেড় হাজার সেনা মোতায়েন রয়েছে। এসব সেনা উপস্থিতির বিরুদ্ধে নাইজারের জনগণ এরইমধ্যে বেশ কয়েকবার বিক্ষোভ সমাবেশ করেছে। 

এ নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী জেইন বলেন, ফরাসি সেনা ফেরত পাঠানোর ব্যাপারে যোগাযোগ চলছে এবং এর মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুলবে। তিনি অবশ্য বলেছেন, ফ্রান্সের সঙ্গে তার দেশ সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী কারণ প্যারিসের সঙ্গে নিয়ামির বিভিন্ন বিষয়ে যোগাযোগ রয়েছে।

নাইজার ১৯৬০ সালে ফ্রান্স থেকে স্বাধীন হয়। তবে আফ্রিকার এই দেশটিতে ফ্রান্সের এখনো ব্যাপক প্রভাব রয়েছে।#

342/