‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৫ সেপ্টেম্বর ২০২৩

১১:২৫:৩৫ AM
1391381

সমরাস্ত্র বিক্রি নিয়ে আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন কিম জং-উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চলতি মাসে রাশিয়া সফরে যাচ্ছেন বলে মার্কিন গণমাধ্যমগুলো খবর দিয়েছে। এ সফরে তিনি ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে সমরাস্ত্র সরবরাহ করার ব্যাপারে আলোচনা করবেন।

আমেরিকা ও তার কয়েকটি মিত্র দেশের বরাত দিয়ে দৈনিক নিউইয়র্ক টাইমস লিখেছে, কিম জং-উন বিরল পদক্ষেপ নিয়ে একটি সাঁজোয়া ট্রেনে করে রাশিয়ার প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী ভ্লাদিভোস্তক শহরে যাবেন।

সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। কোনো কোনো সূত্র অবশ্য উত্তর কোরিয়ার নেতার মস্কো সফরের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি।

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এ খবর সম্পর্কে রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।তবে বিষয়টিতে প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি রাশিয়ার সঙ্গে যুদ্ধাস্ত্র বিষয়ক আলোচনা বন্ধ করতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার কাছে সমরাস্ত্র বিক্রি না করার প্রতিশ্রুতিতে উত্তর কোরিয়াকে অটল থাকতে হবে। কিরবি বলেন, এর অন্যথায় আরো বেশি নিষেধাজ্ঞা দিয়ে উত্তর কোরিয়াকে কাবু করে ফেলা হবে।  

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গত জুলাই মাসের শেষদিকে পিয়ংইয়ং সফরে যান। তখন কিম জং-উন নিজে শোইগুকে নিয়ে  উত্তর কোরিয়ার সর্বাধুনিক অস্ত্রসস্ত্র ও গোলাবারুদের ভাণ্ডার ঘুরে দেখেন। ওই সফরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী তার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিশেষ চিঠি কিম জং-উনের কাছ হস্তান্তর করেন।#

342/