‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৫ সেপ্টেম্বর ২০২৩

১১:২৬:০৭ AM
1391382

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইউক্রেন ট্রাজেডির পুনরাবৃত্তি হতে দেবেন না: চীন

চীন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে এই বলে সতর্ক করে দিয়েছে যে, বহিঃশক্তিগুলো তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এ অঞ্চলে বিরোধের বীজ বপন করার যে চেষ্টা করছে তা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো যেন দূরে থাকে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আয়োজিত একটি থিংক ট্যাংক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে এই সতর্কবাণী উচ্চারণ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে ইউক্রেনের পদাঙ্ক অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। এসব দেশ যেন ‘বহিঃশক্তিগুলো’ দ্বারা পরিচালিত না হয়।

চীনের শীর্ষ কূটনীতিক বলেন, ইউক্রেন সংকট গোটা মানবতার জন্য একটি সতর্কবার্তা এবং এশিয়ায় একই ধরনের  ট্রাজেডির পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না। তিনি বলেন, আমাদেরকে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্য দেশগুলোকে বলির পাঠা বানিয়ে নিজের জন্য নিরঙ্কুশ নিরাপত্তা লাভ করার মানসিকতা বন্ধ করতে হবে।

ওয়াং ই ‘পর্দার আড়ালের ষড়যন্ত্রকারী’ সম্পর্ক সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এই কালো হাত সবার সামনে উন্মুক্ত করে দিতে হবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্যের মাধ্যমে দৃশ্যত দক্ষিণ চীন সাগরের পানিসীমা নিয়ে আঞ্চলিক দেশগুলোর বিতর্ক উস্কে দেয়ার মার্কিন প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করেছেন। ওই পানিসীমা নিয়ে চীনের সঙ্গে যেসব দেশের বিরোধ রয়েছে মার্কিন সরকার সাম্প্রতিক সময়ে সেসব দেশের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করার চেষ্টা করছে।#

342/