‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৯ সেপ্টেম্বর ২০২৩

১২:৪৩:৫১ PM
1392331

জি ২০ সম্মেলনে মোদী-হাসিনার পার্শ্ব-বৈঠক, কথা হয়েছে নির্বাচন নিয়েও

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।জি ২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে পর্যবেক্ষক রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সংক্ষিপ্ত সফরে ভারতে এসেছেন শেখ হাসিনা।

৯/১০ সেপ্টেম্বর দু’দিনের জি ২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নয়াদিল্লিতে। জি ২০ শীর্ষ সম্মেলন পর্বে গতকাল (শুক্রবার) বিকেলে নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে ইতিবাচক ও উষ্ণ আবহে পার্শ্ব-বৈঠক হয়। এ সময়ে উভয় নেতা রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও সংযোগ, পানিসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি, উন্নয়নমূলক সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে পারস্পারিক সম্পর্কসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।

এ অঞ্চলের বর্তমান উন্নয়ন এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা নিয়েও আলোচনা হয়।  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।’

তিনি আরও বলেন, ‘আমাদের আলোচনায় বাণিজ্যিক সংযোগ, সার্বিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।’ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হচ্ছে, উভয় নেতার মধ্যে কথাবার্তা হয়েছে ‘আন্তরিক এবং খোলামেলা পরিবেশে’।   মোদী এবং হাসিনার মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ দু’দেশের কর্মকর্তারা।  উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। দু’দেশের মধ্যে তিনটি সমঝোতাপত্র সই হয়েছে। কৃষি ক্ষেত্রে গবেষণায় সহযোগিতার জন্য ইন্ডিয়ান  কাউন্সিল অফ রিসার্চ এবং বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল মউ সই করেছে। এ ছাড়াও দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ক্ষেত্রে ‘রুপে কার্ড’ সংক্রান্ত চুক্তিপত্রে সই হয়েছে।

মোদী ও হাসিনার মধ্যে বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কথা হয়েছে কী না জানতে চাওয়া হলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের সামনে এ নিয়ে  আলোচনা হয়নি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে ওই বিষয়ে মুখ না খুললেও সূত্রের খবর, উভয় দেশের নেতাদের মধ্যে বৈঠকে হাসিনা বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমাদের তৈরি করা প্রবল চাপের কথা উল্লেখ করেছেন মোদীর কাছে। জানিয়েছেন, এর ফলে আঞ্চলিক অসাম্য এবং সন্ত্রাসবাদ উৎসাহ পাবে।

সূত্রের খবর, একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী এ কথাও মোদীকে জানিয়েছেন যে, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একান্তই বাণিজ্যিক। ভেবে নেওয়ার কোনও কারণ নেই যে বাংলাদেশ চীনের দিকে চলে গেছে। মুক্তিযুদ্ধের সঙ্গী হিসেবে বাংলাদেশের রক্তের বন্ধন ভারতের সঙ্গে। তা অটুট থাকবে বলেও জানিয়েছেন হাসিনা।    #

342/