‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১০ সেপ্টেম্বর ২০২৩

৬:৪০:১০ PM
1392682

টিটিপি'র সন্ত্রাসী হামলা বন্ধ করতে আফগানিস্তানের প্রতি পাকিস্তানের আহ্বান

পাকিস্তানে যাতে তেহরিকে তালেবান বা টিটিপি হামলা চালাতে না পারে সে ব্যবস্থা নেয়ার দায়িত্ব আফগান সরকারের। এ কথা বলেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি।

তিনি আরও বলেছেন, পাকিস্তান সরকার আশা করে আফগান সরকার টিটিপিসহ সব সশস্ত্র দুর্বৃত্তদের দমন করবে যাতে সীমান্তে সমস্যা তৈরি করতে না পারে। 

গত বুধবার তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি দাবি করেছে, তারা পাকিস্তান সেনাবাহিনীর দু'টি নিরাপত্তা চৌকি দখলে নিয়েছে। 
পাকিস্তান সেনাবাহিনী এর প্রতিক্রিয়ায় বলেছে, আফগানিস্তানের নুরিস্তান ও কুনার প্রদেশের সশস্ত্র ব্যক্তিরা হামলা অংশ নিয়েছে। 
ঐ ঘটনার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত তালেবান সরকারের রাষ্ট্রদূতকে ডেকে এনে এর প্রতিবাদ জানিয়েছে। 
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে উত্তেজনা সত্ত্বেও তালেবান সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ও যোগাযোগ অব্যাহত থাকবে।
 তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানে টিটিপির কোনো ঘাঁটি নেই।
তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে ব্যাপকভাবে তৎপর। তারা মাঝে মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনীর ওপর হামলা চালায়।#

342/