‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৩ সেপ্টেম্বর ২০২৩

৪:১৩:৩৯ PM
1395297

‘ইউক্রেন সংঘাতের কোনো সামরিক সমাধান নেই'

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেছেন, ইউক্রেনের চলমান সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। তিনি আরো বলেছেন, চলমান সংঘাত অবসানের সবচেয়ে ভালো পথ হচ্ছে কিয়েভ এবং মস্কোর মধ্যে যুদ্ধ বন্ধ করা এবং শান্তিপূর্ণ উপায়ে এর সমাধান খোঁজা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নিউইয়র্কে রুদ্ধ দ্বার এক বৈঠকে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট ডি সিলভা। একটি বিশ্বস্ত কূটনৈতিক সূত্র সিএনএন ব্রাজিলকে এই তথ্য জানিয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার অবকাশে লুলা ডি সিলভা এবং জেলেনস্কি বৈঠক করেন।

ওই বৈঠকে প্রেসিডেন্ট ডি সিলভা ইউক্রেনের প্রেসিডেন্টকে পরিষ্কার করেন যে, তিনি বিশ্বাস করেন সামরিক উপায়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতের কোনো সমাধান করা যাবে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ব্রিকসভুক্ত দেশগুলোর মাঝে একমাত্র ব্রাজিলই ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা করেছে জাতিসংঘে।

ওই কূটনৈতিক সূত্রের বক্তব্য অনুসারে, প্রেসিডেন্ট লুলা জোর দিয়ে বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের সমাধানে অংশ নিতে ব্রাজিল আগ্রহী।

ডি সিলভার এসব বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যে কোনো শান্তি চুক্তি হলে তা তারা পুরোপুরি বাস্তবায়ন করবে সে ব্যাপারে তার কোনো আস্থা নেই। তিনি আরো বলেছেন, ইউক্রেনের সমস্ত ভূখণ্ড ফেরত দেয়ার পরেই কেবলমাত্র তিনি এই ধরনের কোনো সমাধানের প্রতিশ্রুতি দিতে পারেন।#

342/