‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২৫ সেপ্টেম্বর ২০২৩

৭:১৯:২৬ PM
1395783

ইরানে মরহুম হাজী মোশাররফ আলী খানের স্মরণে শোকানুষ্ঠান আয়োজিত

৮ই রবিউল আউয়াল, ইমামতের ধারার একাদশ ইমাম হজরত হাসান ইবনে আলী আল-আসকারী (আ.) -এর পবিত্র শাহাদাত দিবস এবং সদ্য প্রয়াত মুবাল্লিগে দ্বীন মরহুম হাজী মোশাররফ আলীর স্মরণে ইরানের ধর্মীয় নগরী কোমে অবস্থিত বাংলাদেশী হোসাইনিয়া দারুয যাহরায় (সা.আ.) একটি শোকানুষ্ঠান আয়োজিত হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মহামান্য রাহবারের কার্যালয়ের সম্মানিত প্রতিনিধি জনাব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ আলী যাদেহ মুসাভী।

জনাব আলী যাদেহ তার বক্তব্যে মরহুমের ধর্মীয় জীবন এবং তাবলীগের পথে তার সংগ্রামের কথা তুলে ধরেন। এছাড়াও বর্তমান সময়ে মরহুম মোশাররফ আলী খানের মত মুবাল্লিগ অনুপস্থিতির মত গুরুত্বপূর্ণ বিষয়টি তার বক্তব্যে বিশেষভাবে উঠে আসে। বক্তব্যের শেষাংশে ইমাম হাসান আসকারী (আ.)-এর শাহাদাতনামা পাঠ করেন এবং মরহুম হাজী মোশাররফ আলী খানের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

অনুষ্ঠানের শেষাংশে ইমাম আসকারীর (আ.) যেকরে মুসিবত পাঠ করেন জনাব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সোলাইমানী।

অনুষ্ঠানটি স্থানীয় সময় রবিবার বিকাল ৫টায় শুরু হয়ে মাগরিবের আযানের পূর্বে সমাপ্ত হয়। এর অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল মরহুমের জন্য কুরআন খানী এবং মার্সিয়া পাঠ।

অনুষ্ঠানে কোমে অবস্থিত বাংলাদেশীরা অংশগ্রহণ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।#176