‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১ অক্টোবর ২০২৩

৮:২৬:৫৪ PM
1397168

সন্ত্রাস-বিরোধী যুদ্ধে পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা দেবে ইরান: সামরিক প্রধান

ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী সন্ত্রাস-বিরোধী যুদ্ধে পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কাছে পাঠানো এক বার্তায় তেহরানের এ প্রস্তুতি ঘোষণা করেন।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের দু’টি মসজিদে শুক্রবারের ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে ওই বার্তা পাঠান জেনারেল বাকেরি। তিনি বলেন, যারা ওই হামলা চালিয়েছে তারা বর্বর, ইসলাম ও মানবতার শত্রু। শুক্রবারের ওই দুই হামলায় অন্তত ৬০ জন নিহত ও ৭০ জনের বেশি মুসল্লি আহত হয়েছেন।

বিশ্বনবী (সা.)-এর পবিত্র জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী মানুষের সমাবেশে পাশবিক হামলা চালানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেন জেনারেল বাকেরি। পাকিস্তানের সেনাবাহিনী, পুলিশ ও বিচার বিভাগের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই বর্বরোচিত হামলায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা সম্ভব হবে বলে ইরানের সেনাপ্রধান আশা প্রকাশ করেন।

এর আগে শুক্রবার রাতেই ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার পাকিস্তানি সমকক্ষ আরিফ আলভিকে পাঠানো এক বার্তায় বেলুচিস্তান প্রদেশের ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তেহরান।#

342/