‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২ অক্টোবর ২০২৩

২:২৪:৪১ AM
1397240

আহলে বাইত বিশ্বসংস্থার মহাসচিবের আফ্রিকা সফর (১)

কেনিয়াস্থ ইরানী দূতাবাসে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিবের উপস্থিতি + ছবি

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত ইরানী দূতাবাসে উপস্থিত হয়ে, ইরান ও কেনিয়ার মধ্যে জ্ঞান-বিজ্ঞান ও সংস্কৃতি সংশ্লিষ্ট পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ রামাজানীর কেনিয়া সফরে, নাইরোবিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. জাফর বারমাকি এবং দেশটির কতিপয় সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব তাকে অভ্যর্থনা জানান।

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত ইরানী দূতাবাসে উপস্থিত হয়ে, ইরান ও কেনিয়ার মধ্যে জ্ঞান-বিজ্ঞান ও সংস্কৃতি সংশ্লিষ্ট পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ড. বারমাকি, কোম শহরে অবস্থিত আল-মুস্তফা বিশ্ববিদ্যালয়ে কতিপয় কেনিয় যুবকের অধ্যয়নের বিষয়ে উল্লেখ করে বলেন, আহলুল বাইত (আ.) বিশ্ববিদ্যালয়ও পারে আফ্রিকান শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক কোটা বরাদ্দ দিতে এবং এর মাধ্যমে নিজেদেরকে কেনিয়াতে পরিচয় করাতে পারেব।

উল্লেখ্য যে, আয়াতুল্লাহ রামাজানি তার কেনিয়া সফরে, নির্ধারিত কর্মসূচীর ধারাবাহিকতায় দেশটির সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের সাথে সাক্ষাত করেন এবং এছাড়াও কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং “মুসলিম যুব-সমাজ: বিশ্বাস, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি; এবং আফ্রিকার ভবিষ্যৎ”-শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করেন।#176A