‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২ অক্টোবর ২০২৩

২:৩৬:০৫ AM
1397241

আহলে বাইত বিশ্বসংস্থার মহাসচিবের আফ্রিকা সফর (২)

কেনিয়ায় ধর্মীয় শিক্ষার্থী, মুবাল্লিগ এবং আলেমদের বৈঠক অনুষ্ঠিত

কেনিয়ায় হাউযা ইলমিয়ার শতাধিক শিক্ষার্থী এবং দেশটির বিভিন্ন অঞ্চলের সক্রিয় ধর্মপ্রচারকগণের উপস্থিতিতে দেশটির ধর্মীয় শিক্ষার্থী, ধর্মপ্রচারক এবং আলেমদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কেনিয়ার রাজধানী নাইরোবিতে ধর্মীয় শিক্ষার্থী, ধর্মপ্রচারক এবং আলেমদের বৈঠক অনুষ্ঠিত।

এই বৈঠকে কেনিয়ার হাউযা ইলমিয়ার শতাধিক শিক্ষার্থী এবং দেশটির বিভিন্ন অঞ্চলের সক্রিয় ধর্মপ্রচারকরা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে উপস্থিত প্রত্যেকে সংক্ষেপে নিজেদের কর্মকাণ্ড তুলে ধরেন।

এর ধারাবাহিকতায় নাইরোবির জাফরী ইসলামী কেন্দ্রের ইমাম হুজ্জাতুল ইসলাম শেইখ আলী সামোজা বলেন, একজন ধর্মপ্রচারকের উচিত ক্রমাগত তার জ্ঞান এবং প্রচার দক্ষতা শক্তিশালী করা যাতে সে তার দায়িত্বকে যথাযথ ভাবে পালন করতে পারে এবং নিজের প্রভাব বিস্তারের বৃদ্ধি ঘটাতে পারে।

তিনি আফ্রিকা মহাদেশে ঈমান, ইসলাম এবং আহলে বাইত (আ.)-এর মাজহাবের প্রসারের প্রতি ইঙ্গিত করে বলেন, এই বিষয়টি আমাদের দায়িত্বকে আরও কঠিন করে তুলছে, তবে আমরা অধিক শক্তি ও বৃহত্তর পরিধি নিয়ে সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রস্তুত।

এই বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ রামাজানী। তিনি আফ্রিকায় ইসলাম গ্রহণের ক্ষেত্র বেশি থাকার প্রতি ইঙ্গিত করে বলেন, রসুলুল্লাহ (সা.) -এর সময়েও কিছু লোক মুজিযার বিপরীতে নানা অজুহাত নিয়ে আসত, কিন্তু বেলাল হাবাশী কোন প্রকার মুজিযা ছাড়াই শুধুমাত্র আল্লাহর রসুলের কথা ও জ্ঞানের সাথে পরিচিত হয়ে তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করেন আর তার এই চেতনা আজ আফ্রিকার মানুষের জন্য গর্বের উৎস।

তিনি বলেন, এখনও আফ্রিকার যুবক, নারী ও পুরুষদের ইসলাম ও ধর্মীয় শিক্ষার সাথে পরিচিত হবার সুবর্ণ সুযোগ রয়েছে এবং এই চেতনার প্রশংসা করা উচিত।

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব ব্যক্ত করেন, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের চিন্তাধারায় শত্রুদের প্রভাব সম্পর্কে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি আলেমগণ ও ধর্মপ্রচারকদের কাছে অর্পিত আল্লাহর দ্বীনকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হিসাবে ব্যাখ্যা করেন এবং বলেন, আলেমগণের উচিত মানুষের অন্তরে আল্লাহর নামকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা।

আয়াতুল্লাহ রামাজানী আরও বলেন, আমাদের উচিত নিজেদেরকে আপডেট করা এবং বর্তমান সমাজের বিশেষ করে তরুণদের প্রশ্ন সম্পর্কিত বিষয়ে নিয়মিত গবেষণা করা।

তিনি আরও বলেন, মানব সম্প্রদায়ের সামনে উপস্থাপনের জন্য আমাদের নিকট সবচেয়ে সমৃদ্ধ বিষয়বস্তু রয়েছে, যেগুলি একজন ধর্মপ্রচারকের শিক্ষা সফর এবং যুবকদের সাথে সরাসরি যোগাযোগের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত।#176A