‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২ অক্টোবর ২০২৩

৩:৪৫:০০ PM
1397380

আহলে বাইত বিশ্বসংস্থার মহাসচিবের আফ্রিকা সফর (৩)

কেনিয়ায় “মুসলিম যুব-সমাজ” শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

কেনিয়ার রাজধানী নাইরোবিতে “মুসলিম যুব-সমাজ: আকিদা, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি; এবং আফ্রিকার ভবিষ্যৎ”-শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 আহলে বাইত (আ.) আন্তর্জাতিক বার্তা সংস্থা (আবনা): কেনিয়ায় “মুসলিম যুব-সমাজ: আকিদ, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি; এবং আফ্রিকার ভবিষ্যৎ” শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কেনিয়ার জাফরি ইসলামিক সেন্টারে আয়োজিত এই সম্মেলনে তানজানিয়া, ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, মালাউই, কঙ্গো ও বুরুন্ডিসহ বিভিন্ন দেশ হতে আগত মুসলিম যুবকরা ও আহলে বাইতের (আ.) অনুসারীগণ উপস্থিত ছিলেন।

কেনিয়ার অন্যতম সুপরিচিত আলেম এবং জাফরি ইসলামিক সেন্টারের ইমাম হুজ্জাতুল ইসলাম শেইখ আলী সামুজা এই সম্মেলনে বলেন, আমরা পারি ঈমানের সাহায্য নিয়ে আরও বেশি শক্তিশালী হতে এবং নিজের পায়ে দাঁড়াতে এবং সমস্যা থেকে বের হয়ে আসতে।

তিনি আহলে বাইত (আ.) -এর রেওয়ায়ত উল্লেখ করে বলেন, আমাদের প্রচেষ্টা করা উচিত যাতে করে আমরা আহলে বাইত (আ.)-এর সৌন্দর্যের কারণ হতে পারি এবং এমন একটি সময় যখন অনেকেই ইসলামের মুখ উজ্জ্বল করার চেষ্টা করছে, আসুন মুসলমানদেরকে উত্তম রূপ তুলে ধরি।

আয়াতুল্লাহ রামাজানীও বিশেষ অতিথি হিসেবে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি যুবকদের উদ্দেশে আফ্রিকার গুরুত্ব এবং যুব-সমাজের গুরুত্ব এবং জ্ঞান-বিজ্ঞান ও সামাজিক ক্ষেত্রে তাদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, একাডেমিক ভাবে নিজেদেরকে আরও শক্তিশালী করে তুলুন এবং বিশ্ববিদ্যালয়গুলিতে সক্রিয় উপস্থিতি রাখুন।

তিনি আরও বলেন: অবশ্যই বিশ্ব দরবারে প্রমাণ করতে হবে, মুসলমানদের জ্ঞান সক্ষমতা অতীতের ন্যায় সর্বোচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম এবং মুসলমানেরা জ্ঞানের দিক থেকে সর্বোচ্চ শক্তির অধিকারী হবে। যদিও বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশে উল্লেখযোগ্য হারে অগ্রগতি হয়েছে, যে বিষয়ে আমরা গর্বিত এবং আমরা চাইলে তাদের অনুসরণ করতে পারি।

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব, জ্ঞানগত দিক থেকে অন্য জায়গার উপর নির্ভর না করার ব্যাপারে সতর্ক থাকার প্রতি গুরুত্বারোপ করে বলেন, আমাদের অবশ্যই ইসলামের দিকগুলি সুনির্দিষ্টভাবে জানতে হবে এবং তা কাজে লাগাতে হবে। অবশ্য, অনেকে চেষ্টা করে যাতে দ্বীনের সামাজিক দিক প্রবর্তিত না হয়। এর বিপরীতে প্রয়োজন ইসলাম সম্পর্কে ব্যাপক দৃষ্টিভঙ্গি থাকা এবং এর প্রচার-প্রসার ঘটানো।

এছাড়াও, সম্মেলনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মুসলিম যুবকদের সমস্যা অনুসন্ধান এবং সে বিষয়ে আলোচনা ও  মতবিনিময়ের জন্য বিভিন্ন দল গঠন করা।

উল্লেখ্য যে, পবিত্র কুরআন তিলাওয়াত এবং পূর্ব আফ্রিকার জাতীয় সঙ্গীতের পাশাপাশি কেনিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়।#176