‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২ অক্টোবর ২০২৩

৬:৩৪:২০ PM
1397438

ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম চলবে: লেবাননের হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসিম বলেছেন, সৌদি আরব ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ইসরাইলের সঙ্গে আপোষের কোনো পদক্ষেপই ফিলিস্তিনকে মুক্ত করার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারবে না।

তিনি আজ (সোমবার) তেহরানে আন্তর্জাতিক ঐক্য সম্মেলনের ফাকে এ কথা বলেন।

নায়িম কাসিম আরও বলেন, 'গত কয়েক বছরে আমরা কোনো কোনো মুসলিম দেশকে দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দেখেছি। কিন্তু এই সম্পর্কটা আসলে ঐ দেশগুলোর শাসক গোষ্ঠীর সিদ্ধান্তে হয়েছে, এ ক্ষেত্রে জনগণের ভূমিকা ছিল না।'

তিনি বলেন, ফিলিস্তিনি জাতি তাদের মুক্তির সংগ্রাম চালিয়ে যাবে। ইসলামি প্রতিরোধ অব্যাহত থাকবে।

তিনি বলেন, যারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক করছে ও আপোষ করছে তারা ফিলিস্তিনি জাতির সমর্থক নয়। এ কারণে তাদের এসব কর্মকাণ্ড ফিলিস্তিনি জাতির প্রতিরোধ যুদ্ধের ওপর প্রভাব ফেলবে না।

তিনি পশ্চিমা দেশগুলোতে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানিয়ে এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

গতকাল থেকে তেহরানে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন শুরু হয়েছে। প্রতি বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে তেহরানে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হয়।# 

342/