‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২ অক্টোবর ২০২৩

৬:৩৫:২২ PM
1397440

উত্তর কোরিয়া বিরোধী প্রস্তাব; আইএইর কঠোর সমালোচনা করলো পিয়ংইয়ং

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি-বিরোধী প্রস্তাব পাসের পর এই সংস্থাকে আমেরিকার পেইড এজেন্ট বলে মন্তব্য করেছে। দেশটি বলেছে, সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড বরদাস্ত করবে না।

গত শুক্রবার আইএইএ-তে উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করা হয়েছে যাতে পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচি বাতিল করার আহ্বান জানানো হয়। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এর আগে যে প্রস্তাব পাস হয়েছে সে অনুযায়ী পথ চলার কথা বলা হয়েছে। এরপর উত্তর কোরিয়া আইআই-এর বিরুদ্ধে এসব কথা বলল।

আজ (সোমবার) উত্তর কোরিয়ার পরমাণু জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র শক্ত ভাষায় বলেছেন, যতদিন পর্যন্ত নিপীড়ক আমেরিকা এবং সাম্রাজ্যবাদী দেশগুলোর হাতে পরমাণু অস্ত্র থাকবে ততদিন পর্যন্ত পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।#

342/