‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

৪ অক্টোবর ২০২৩

৫:৩৬:২৮ AM
1397696

আহলে বাইত বিশ্বসংস্থার মহাসচিবের আফ্রিকা সফর (৬)

আয়াতুল্লাহ রামাজানী: বিশ্বে নারীরা অবহেলিত

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব: ইসলাম কখনোই বলেনি যে, নারীদেরকে শুধুমাত্র ঘরেই থাকতে হবে, যদিও ঘরের কাজেও তাদের বিশেষ ভূমিকা রয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): -কেনিয়া থেকে- রসুলে আকরাম (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকীর সপ্তাহে আয়োজিত সম্মেলনসমূহে অংশগ্রহণে লক্ষ্যে আফ্রিকা সফররত আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ রামাজানী, কেনিয়ার রাজধানী নাইরোবিতে মুসলিম নারী এক্টিভিস্টের সাথে সাক্ষাৎ করেন।

উক্ত বৈঠকে আয়াতুল্লাহ রামাজানী, মানব প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে নারীদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ইসলাম কখনোই বলেনি যে, নারীদেরকে শুধুমাত্র ঘরেই থাকতে হবে, যদিও ঘরের কাজেও তাদের বিশেষ ভূমিকা রয়েছে।

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার (মাজমা) মহাসচিব সমাজে মুসলিম নারীদের অনস্বীকার্য ভূমিকার প্রতি গুরুত্বারোপ করে বলেন, বিশ্বে নারীদের প্রতি যে ধরনের অবহেলা করা হয়, এসকল প্রতিকূল আচরণের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানো যেতে পারে এবং সামাজিক সংগঠন তৈরি এ কাজে সহায়ক হতে পারে।

তিনি মুসলিম নারীদের জ্ঞানের স্তর উন্নত করাকে অপরিহার্য বলে অভিহিত করেন এবং উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজ নিজ সমাজের শিক্ষা এবং প্রচারণামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখুন, নিজেদের অধ্যয়নের পরিধি বৃদ্ধি করুন এবং আপনাদের দায়িত্ব সম্পর্কে অবগত থাকুন।#176