‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৬ অক্টোবর ২০২৩

৩:৩০:৫৭ PM
1398362

ইরান ও সংযুক্ত আরব আমিরাত বিশ্ব অর্থনীতির কেন্দ্র হতে পারে: পার্লামেন্ট স্পিকার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ বলেছেন, তার দেশ এবং সংযুক্ত আরব আমিরাতের হাতে এমন কিছু সুযোগ সুবিধা রয়েছে যার কারণে দু দেশ বিশ্ব অর্থনীতির কেন্দ্রে পরিণত হতে পারে।

গতকাল (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মঙহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে আবুধাবিতে অনুষ্ঠিত এক বৈঠকে একথা বলেন তিনি।কলিবফ বলেন, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের যে ভৌগোলিক অবস্থান তাতে দুই দেশ সহজেই বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হতে পারে।

তিনি আরো বলেন, ইরান ও সংযুক্ত আরব আমিরাত ব্রিকসের সদস্য হতে যাচ্ছে, এতে দুই দেশের অর্থনীতি আগের চেয়ে শক্তিশালী হবে। এর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করলে দুই দেশ বিশ্বের বড় অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।বাকের কলিবফ বলেন, তার এই সফর এই ইঙ্গিত দিচ্ছে যে, আরব আমিরাতের সঙ্গে তেহরান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে অনেক বেশি আন্তরিক।

বৈঠকে স্পিকার কলিবফ ইরান সফরের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। এ সময় তিনি আশা করেন প্রতিদিনই সম্পর্ক বাড়তে থাকবে এবং একদিনও দু দেশ রাষ্ট্রদূতবিহীন থাকবে না।সম্প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরান সংযুক্ত আরব আমিরাতে যে রাষ্ট্রদূত নিয়োগ করেছে তার উচ্ছ্বসিত প্রশংসা করেন আমিরাতি প্রেসিডেন্ট। এর মাধ্যমে দু দেশের মধ্যে সব ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা বাড়ানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

বাকের কলিবফের সফর সংযুক্ত আরব অমিরাতকে এ বিষয়ে আরো বেশি আগ্রহী করে তুলেছে।সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্য নিয়ে স্পিকার দুই দিনের জন্য সংযুক্ত আরব আমিরাত সফর করেন।#

342/