‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৬ অক্টোবর ২০২৩

৩:৩১:২৪ PM
1398363

হোমসে সিরিয়ার মিলিটারি একাডেমিতে ড্রোন হামলা, নিহত অন্তত ৮০

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের একটি সামরিক একাডেমিতে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৮০ জন নিহত এবং ২৪০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন নারী ও ছয়টি শিশু রয়েছে।

গতকাল সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-কাবাশ এ তথ্য জানিয়েছেন।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোন সংলাপে বলেছেন, মার্কিন সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে।

টেলিফোন সংলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে দৃঢ় সংকল্প থাকতে হবে এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে আন্তরিক সহযোগিতা থাকা দরকার।

সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, গতকাল ওই মিলিটারি একাডেমিতে গ্রাজুয়েশন সম্পন্ন করা ক্যাডেটদের নিয়ে সমাপনী অনুষ্ঠান হচ্ছিল এবং সেখানে তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

এ সময় সেখানে কয়েকটি ড্রোন হামলা চালায়। সিরিয়া সরকার এই ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে যা আজ শুক্রবার থেকে শুরু হবে।

সিরিয়ার সামরিক বাহিনী এই হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে বলেছে, এই সন্ত্রাসী হামলার জন্য যারা পরিকল্পনা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হবে।#

342/