‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৭ অক্টোবর ২০২৩

৪:৫৫:৩২ PM
1398712

রাশিয়ার ২ কূটনীতিককে বহিষ্কার করলো আমেরিকা, মস্কো বলছে অন্যায় প্রতিশোধ

আমেরিকায় নিযুক্ত রাশিয়ার দুইজন কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে আমেরিকা। এ ঘটনাকে আমেরিকায় রাশিয়ার রাষ্ট্রদূত অন্যায় প্রতিশোধ বলে মন্তব্য করেছেন।

গত মাসে রাশিয়া একজন দেশীয় গুপ্তচরের সঙ্গে সহযোগিতা করার জন্য আমেরিকার দুজন কূটনীতিকে বহিষ্কার করে। তার পাল্টা জবাব হিসেবে ওয়াশিংটন রাশিয়ার এই দুই কূটনীতিকে বহিষ্কার করলো বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আমেরিকার কূটনীতিকদেরকে এভাবে নাজেহাল করা কোনো মতেই সহ্য করবে না মার্কিন পররাষ্ট্র দপ্তর।
রাশিয়ার ২ কূটনীতিককে বহিষ্কার করার পর অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমেরিকায় রুশ রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনভ। তিনি বলেন, "মার্কিন কর্মকর্তাদের সাথে আমি আলাপ করে জানতে চেয়েছি কোন অপরাধে আমাদের দুই কূটনীতিককে বহিষ্কার করা হলো, কিন্তু এর কোনো জবাব পাইনি। ফলে একে অবশ্যই অন্যায় প্রতিশোধ বলা যায় যা কোনভাবেই আমেরিকার কূটনীতির সৌন্দর্য নয়।"
গত ১৪ সেপ্টেম্বর রাশিয়া আমেরিকার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং সেকেন্ড সেক্রেটারিকে গুপ্তচরবৃত্তিতে সহযোগিতা করার জন্য অবাঞ্ছিত ঘোষণা করে। তাদেরকে এক সপ্তাহের মধ্যে আমেরিকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়।#

342/