‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

৮ অক্টোবর ২০২৩

৬:০৪:২২ PM
1399071

নাইরোবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আহলে বাইত (আ.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আচার্যের সাক্ষাৎ

ড. জাযারি বলেন, আমাদের উচিত পারস্পরিক গঠনমূলক ক্ষেত্রে অবস্থান গ্রহণের পূর্বে, ইরান ও কেনিয়া দু’দেশের মধ্যে সংস্কৃতি ও চিন্তাধারার একটি পারস্পরিক পরিচিতি তৈরি করা।

আহলে বাইত (আ.) আন্তর্জাতিক বার্তা সংস্থা (আবনা): আহলে বাইত (আ.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আচার্য ড. সাঈদ জাযারি মা’মূয়ী তার আফ্রিকা সফরের অবকাশে কেনিয়ার রাজধানীর নাইরোবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর জি জুলিস উগনুগের সাথে সাক্ষাৎ করেছেন।

এ সাক্ষাৎ সম্পর্কে তিনি বার্তা সংস্থা আবনা-কে জানান: নাইরোবি বিশ্ববিদ্যালয়, আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং ইউরোপ, এশিয়া, পূর্ব, দক্ষিণ ও পশ্চিম আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগের কারণে বিশেষ মর্যাদা অধিকারী।

জাযারী উভয় বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্পর্কের বিষয়ে জোর দিয়ে বলেন, ভিন্ন ভিন্ন বিভাগ, বিস্তৃত অনুষদ এবং বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীর উপস্থিতির কারণে নাইরোবি বিশ্ববিদ্যালয় ইরানের সকল বিশ্ববিদ্যালয়ের নিকট গুরুত্বপূর্ণ।

আহলে বাইত (আ.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আচার্য বলেন: উভয় বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী বিনিময়, শিক্ষক বিনিময়, সমঝোতা এবং সনদ গ্রহণযোগ্যতার চুক্তির ক্ষেত্রে যাবতীয় সমস্যায় পরস্পরকে সহযোগিতা করবে, পাশাপাশি মিলেমিশে কাজ করার ক্ষেত্রে আমাদের উচিত গঠনমূলক পদক্ষেপ নেয়া।

তিনি পরস্পর সম্পর্কে পরিচিত হওয়ার উপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের উচিত পারস্পরিক গঠনমূলক ক্ষেত্রে অবস্থান গ্রহণের আগে দু’দেশের মধ্যে সংস্কৃতি ও চিন্তাধারার একটি পারস্পরিক পরিচিতি তৈরি করা; কেনিয়া যেমন ইসলামী ইরান এবং এর সংস্কৃতি সম্পর্কে অপরিচিত, তেমনি ইরানও কেনিয়ার সক্ষমতা সম্বন্ধে খুব বেশি অবগত নয়।

জাযারী আরও বলেন, এ বিষয়ে আমি নাইরোবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সাথে আলাপ করেছি; এই সহযোগিতার প্রথম পদক্ষেপটি উভয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ইরান ও কেনিয়ার সংস্কৃতির সাথে পরিচয়ের মাধ্যমে শুরু হওয়া উচিত। দ্বিতীয় পদক্ষেপে আহলে বাইত (আ.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ভিন্ন ভিন্ন স্তরে কেনিয় ছাত্র-ছাত্রী ভর্তির এবং অধ্যয়নের সুযোগের বিষয়ে নিজেদের প্রস্তুতি ঘোষণা করবে।

পরিশেষে আহলে বাইত (আ.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আচার্য বলেন, আমারা শুধু একাডেমিক ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের প্রতি গুরুত্ব দিচ্ছি না বরং আমরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি তৈরি এবং সাংস্কৃতিক অধ্যয়নের বিষয়টিও বিবেচনা করছি।#176