‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৯ অক্টোবর ২০২৩

৬:১৪:২৯ PM
1399343

ইহুদিবাদী শাসনের পতন ঘটছে এবং প্রতিরোধ ফ্রন্ট বিজয়ের শিখরে উঠছে: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব এবং হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধানের সাথে পৃথক সাক্ষাতে ফিলিস্তিনের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনার সময় জোর দিয়ে বলেছেন যে, ইহুদিবাদী শাসনের পতন ঘটছে এবং প্রতিরোধ ফ্রন্ট বিজয়ের শিখরে উঠছে।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়ার সাথে টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনি মুজাহিদদের দুঃসাহসিক সামরিক অভিযানের প্রশংসা করে এটাকে মুসলিম উম্মাহর কৃতিত্ব, সম্মান ও গৌরব হিসেবে উল্লেখ করেন।

ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ নাখালের সাথেও টেলিফোনালাপে মুজাহিদিন এবং ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনীর বিস্ময়কর বিজয়ে ফিলিস্তিনি জাতিকে ইরানের সরকার ও জাতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রায়িসি আরো বলেছেন, গত কয়েক দিনে দখলদার ইসরাইলে যা ঘটেছে তা বিগত ৭০ বছরের মধ্যে ছিল নজিরবিহীন ও অনন্য ঘটনা। আপনারা এ সফল অভিযানের মাধ্যমে মুসলিম জাতিকে সত্যিই গর্বিত ও খুশি করেছেন।

ফিলিস্তিনের বীর যোদ্ধারা গত শনিবার ভোররাত থেকে ইসরাইলের বিরুদ্ধে প্রথমবার 'আল আকসার তুফান' নামে সাড়াশি অভিযান শুরু করে। এ সময় তারা রকেট বৃষ্টির মাধ্যমে ইসরাইলের বিভিন্ন শহরকে কার্যত অগ্নিকুণ্ডে পরিণত করেছে। এছাড়াও, প্রথমবারের মতো, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজার সীমানা প্রাচীর অতিক্রম করে ইহুদিবাদী বসতিতে প্রবেশ করে এবং বেশকিছু এলাকায় অভিযান চালিয়ে ইসরাইলি সৈন্যদের সাথে প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে এবং ইসরাইলি সেনারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে।

ফিলিস্তিনিদের এ নজিরবিহীন অভিযানে বহু ইসরাইলির প্রাণহানী ছাড়াও তারা আর্থিক, রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে মারাত্মক রকমের ক্ষতির শিকার হয়েছে। ফিলিস্তিনিদের এই দুঃসাহসিক অভিযানের ফলে ইসরাইল অপরাজেয় বলে যে কথা প্রচলিত ছিল তা মিথ্যা প্রমাণিত হয়েছে। ফিলিস্তিনিদের ঝটিকা অভিযানে   ইহুদিবাদী কর্তৃপক্ষ, গোয়েন্দা সংস্থা এবং হিব্রু ও পশ্চিমা মিডিয়াগুলোও বিস্ময় প্রকাশ করেছে। তারা এটাকে ইসরাইলের বড় ধরনের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে।

ইরান মনে  করে, ইসরাইলের সন্ত্রাসী চরিত্র ও চুক্তিভঙ্গের প্রবণতা এবং ইসরাইলি অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার কারণে এখন ইসরাইলের মোকাবেলায় ফিলিস্তিনিদের একমাত্র পথ হচ্ছে, নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা এবং সশস্ত্র সংগ্রাম অব্যাহত রাখা। ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িও ফিলিস্তিনিদের আন্দোলনকে আগের চেয়ে আরও প্রাণবন্ত, উদ্যমী ও প্রস্তুত বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আল্লাহর ইচ্ছায়, এই আন্দোলন সফল হবে।#